ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
চাঁদপুরের শাহরাস্তিতে সকল ইউনিয়নে করোনা ভাইরাস টিকা ক্যাম্পেইন সভা
মোঃ জামাল হোসেন
Published : Wednesday, 4 August, 2021 at 12:23 PM
চাঁদপুরের শাহরাস্তিতে সকল ইউনিয়নে করোনা ভাইরাস টিকা ক্যাম্পেইন সভাচাঁদপুরের শাহরাস্তিতে ইউনিয়ন পর্যায়ে কোভিড-১৯, টিকা ক্যাম্পেইন বাস্তবায়ন বিষয়ে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শাহরাস্তি স্বাস্থ্য কমপ্লেক্সের (টিএইচও) ডা: মো: নাসির উদ্দিন।
৩ আগষ্ট মঙ্গলবার উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার  কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: মো: নাসির উদ্দিনের সভাপতিত্বে সভায় ইউনিয়ন চেয়ারম্যানদের মধ্যে মতবিনিময় সভায় অংশ নেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো: তোফায়েল আহম্মেদ ইরান, টামটা উওর ইউপি চেয়ারম্যান মো: ওমর ফারুক দর্জি, টামটা দর্ক্ষিণ ইউপি চেয়ারম্যান মো: জহিরুল আলম মানিক, রায়শ্রী উওর ইউপি চেয়ারম্যান সেলিম পাটোয়ারী লিটন, মেহের উত্তর ইউপি চেয়ারম্যান মো: মনির হোসেন, মেহার দক্ষিণ ইউপি চেয়ারম্যান মো: রুহুল আমিন, সুচীপাড়া দর্ক্ষিণ ইউপি চেয়ারম্যান ডা: মো: আব্দুর রশীদ, চিতোষী পূর্ব ইউপি চেয়ারম্যান জোবায়েদ কবির বাহাদুর প্রমুখ।

মতবিনিময় সভায় ডা: মো: নাসির উদ্দিন জানান, আগ্রামী ৭ ই আগষ্ট থেকে সপ্তাহ ব্যাপী এ কোভিড-১৯, টিকা ক্যাম্পেইনে ১০ টি ইউনিয়ন ও ১ টি পৌরসভায়, প্রতিদিন প্রতিটি ইউনিয়নের ৩ টি ওয়ার্ডে ৬ শত জনকে এ টিকা প্রদান করা হবে। ১ম ধাপের ক্যাম্পেইনে ৭, ৮, ও ১০ ই আগষ্ট প্রতিটি ইউনিয়নে ১৮শত ডোজ হারে ১০টি ইউনিয়ন ও ১ টি পৌরসভায় ১৮ হাজার জনকে এ টিকা প্রদান করা হবে। এতে ১০ জন সুপারভাইজার,৬০ জন টিকাদান কর্মী, ও ৯০ জন সেচ্ছাসেবক এ টিকাদান ক্যাম্পেইনে দায়িত্বপালন করবেন।
এ টিকাদান ক্যাম্পেইনের সার্বিক মনিটরিং দায়িত্বে থাকবেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: মো: নাসির উদ্দিন।