ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
পুলিশ সদস্যদের নিয়ে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র
Published : Saturday, 31 July, 2021 at 3:32 PM
পুলিশ সদস্যদের নিয়ে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রচলমান মহামারিতে অন্যতম ফ্রন্টলাইনার হিসেবে দিন-রাত কাজ করছে পুলিশ সদস্যরা। তারা যেমন অতন্দ্র প্রহরী হয়ে মানুষকে জীবনের নিরাপত্তা দিচ্ছেন, তেমনি সচেতন করছেন করোনাভাইরাস থেকে রক্ষার বিষয়ে।

মূলত এমন বিষয়কে উপজীব্য করে সম্প্রতি নির্মিত হলো স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘পাশে আছি’। অপূর্ণ রুবেলের চিত্রনাট্যে এটি নির্মাণ করেছেন বোরহান খান। এতে মূল চরিত্রে অভিনয় করেছেন এলিনা শাম্মী। তারসঙ্গে আরও আছেন বেশ ক’জন পুলিশ সদস্য।

নাট্যকার অপূর্ণ রুবেল জানান, বাংলাদেশ পুলিশের প্রচেষ্টা ও কিছু জনগণের অসচেতনতার চিত্র ফুটে উঠবে এতে। এটি নির্মাণে সার্বিক সহযোগিতা করেছেন ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান।

নির্মাতা বোরহান বলেন, ‘সম্প্রতি আগার গাঁওয়ের বিভিন্ন লোকেশনে শুটিং হয়েছে চলচ্চিত্রটির। সম্পাদনাও শেষের দিকে। বাংলাদেশ পুলিশের এ কাজটি আশা করি জনগণকে সচেতন হতে ও আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে উৎসাহিত করবে। পুলিশ যে জনগণের প্রকৃত বন্ধু সেটা আবারও মানুষ উপলব্ধি করবে।’

‘জানোয়ার’-খ্যাত ওয়েব ফিল্মের অভিনেত্রী এলিনা শাম্মী বলেন, ‘স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটিতে সমাজ সচেতনতার জন্য একটা বার্তা আছে। তাই কাজটি খুব আগ্রহের সাথে করেছি। আর এ কাজটি করতে গিয়ে আমি প্রথমবারের মতো গাড়ি চালানো শিখেছি!’

চলচ্চিত্রটিতে পুলিশ সদস্যদের সরব উপস্থিতি রয়েছে। দায়িত্বশীল পুলিশ অফিসার চরিত্রে অভিনয় করেছেন রাজধানীর শের-এ বাংলা থানার ইনস্পেক্টর আবুল কালাম আজাদ। তিনি বলেন, ‘জনগণকে সুরক্ষিত রাখতে আমরা পুলিশ বাহিনী সদা তৎপর। কিন্তু একটু এদিক-সেদিক হলে দিন শেষে সমস্ত দায়ভার আমাদেরই নিতে হয়। তবুও চাই দেশের জনগণ সুস্থ থাকুক, নিরাপদ থাকুক, ভাল থাকুক। তাই তাদের জন্যই এ কাজে অংশ নেওয়া।’

শিগগিরই পুলিশের উদ্যোগে বিভিন্ন ডিজিটাল মাধ্যমে এটি প্রচার করা হবে বলে জানা যায়।