দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রানালয়ের অর্থায়নে কুমিল্লার লাকসামে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসাবে ২ হাজার পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। স্থানীয় সরকারমন্ত্রী মোঃ তাজুল ইসলামের নির্দেশনা মোতাবেক দরিদ্র মানুষদের হাতে হাতে খাদ্য সামগ্রী তুলে দেয়া হয়।বুধবার লাকসাম পৌর এলাকার ২ শ’ পরিবার এবং উপজেলার প্রত্যেক ইউনিয়নে ২ শ’ পরিবারকে ৫ কেজি চাল, ১ কেজি ডাল, ১ লিটার সয়াবিন তেল, ২ কেজি আলু, ১ কেজি পেঁয়াজ, ১ কেজি লবন, আধা কেজি চিনি ও ১টি করে সাবান দেয়া হয়। এছাড়াও যারা সরকারি তথ্যসেবা নম্বর ৩৩৩-এ কল করে খাদ্য সহায়তা চেয়েছিলো, তাদেরকেও খাদ্য সহায়তা প্রদান করা হয়।
এসময় লাকসাম পৌরসভার মেয়র অধ্যাপক মোঃ আবুল খায়ের, উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম সাইফুল আলম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা দেবেশ চন্দ্র দাশ, কান্দিরপাড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওমর ফারুকসহ স্ব স্ব এলাকায় প্রত্যেক ইউপি চেয়ারম্যান ও সচিবগণ উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা একে এম সাইফুল আলম বলেন, ‘সারাদেশে করোনা ভাইরাসের সংক্রমণ রোধে লকডাউন চলছে। লকডাউনে সব কিছু বন্ধ থাকায় নিম্ন আয়ের মানুষেরা কিছুটা সমস্যায় পড়েছে। লকডাউনের কারণে তারা যেনো ক্ষতিগ্রস্থ না হয়, সেজন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে তাদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। আর জরুরি প্রয়োজনে খাদ্য সহায়তার জন্য উপজেলা প্রশাসনের হটলাইন নাম্বার আছে। যাদেরই খাদ্য সহায়তা লাগবে, তারা ফোন দিলেই বাড়িতে খাদ্য সামগ্রী পৌঁছে যাবে।’ এসময় করোনা প্রতিরোধে সরকারের দেয়া বিধি নিষেধ মেনে চলার আহবান জানান তিনি।