মালয়েশিয়ায় করোনায় রেমিটেন্সযোদ্ধা মঞ্জুর ইসলামের মৃত্যু
মজিবুর রহমান বাবলু
Published : Wednesday, 7 July, 2021 at 6:24 PM
মালয়েশিয়ায় করোনায় আক্রান্ত হয়ে রেমিটেন্সযোদ্ধা মঞ্জুর ইসলামের(৪৫) মৃত্যু হয়েছে। ইন্নালিল্লাহে ওয়াইন্না ইলাইহে রাজিউন। বুধবার মালয়েশিয়ার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। তিনি কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার কালিকাপুর ইউনিয়নের আবদুল্লাহপুর গ্রামের হাজারী বাড়ির সিরাজুল ইসলামের পুত্র। তথ্যটি নিশ্চিত করেছেন মঞ্জুর ইসলামের বন্ধু প্রবাসী আবদুল গফুর। জানা গেছে, পরিবারের সদস্যদের সুখের কথা চিন্তা করে জীবিকার তাগিদে মঞ্জুর ইসলাম মালয়েশিয়ায় পাড়ি জমান। তাঁর পাঠানো রেমিটেন্সে পরিবারের সদস্যরা সুন্দরভাবে চলছিল। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস-গত কয়েকদিন আগে মঞ্জুর ইসলাম করোনায় আক্রান্ত হয়ে মালয়েশিয়ার একটি হাসপাতালে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার তাঁর মৃত্যু হয়েছে। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান। মঞ্জুর ইসলামের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ায় পরিবারসহ আত্মীয় স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে আসে।