লাকসামে দুই সন্তানের জননীর আত্মহত্যা 
			
			
						
				
				Published : Tuesday, 6 April, 2021 at 12:00 AM
				
				
			 
			
			লাকসাম
 প্রতিনিধি: সোমবার বিকেলে কুমিল্লার লাকসামে গলায় ফাঁস দিয়ে আইরিন আক্তার 
নামে ২ সন্তানের জননীর আত্মাহত্যার সংবাদ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার
 কান্দিরপাড় ইউনিয়নের চনগাঁও গ্রামের উত্তরপাড়ার বড়বাড়ীতে। সে ওইবাড়ীর 
আনোয়ার হোসেনের মেয়ে ও পাশ্ববর্তী বরুড়া উপজেলার ভাউকসার গ্রামের মালয়শিয়া 
প্রবাসী দেলোয়ার হোসেনের স্ত্রী। নিহত গৃহবধূর ২টি কন্যা সন্তান রয়েছে।
স্হানীয়
 সুত্রে জানা যায়, উপজেলার কান্দিরপাড় ইউনিয়নের চনগাঁও গ্রামের উত্তরপাড়ার 
বড়বাড়ীর আনোয়ার হোসেনের মেয়ের গত ১০ বছর আগে বিয়ে হয় বরুড়া উপজেলার ভাউকসার
 গ্রামের মালয়শিয়া প্রবাসী দেলোয়ার হোসেনের সাথে। বিয়ের পর থেকে স্বামীর 
সংসারে বিভিন্ন সময় নির্যাতনের শিকার হয় আইরিন আক্তার। এ নিয়ে একাধিক বার 
সালিশ বৈঠক হয়।
গত ৩দিন আগে আইরিন স্বামীর বাড়ী থেকে পিতার বাড়ীতে আসেন। 
আজ
 বিকেলে স্বামীর সাথে মোবাইল ফোনে কথা কাটাকাটির পর অভিমান করে ঘরের 
সিলিংয়ের সাথে ওড়নায় ঝুলে গলা ফাঁস দিয়ে আত্মহত্যা করে। ওই গৃহবধূর ২টি 
কন্যা শিশু সন্তান রয়েছে। 
লাকসাম থানা পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ সংবাদ লেখা পর্যন্ত কোন মামলা হয়নি।