বাংলাদেশে আসছে না আফগানিস্তান
Published : Monday, 8 March, 2021 at 12:00 AM
আগামী
২৫ মার্চ বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাই পর্বে আফগানিস্তানের বিপক্ষে
সিলেটের মাঠে খেলার কথা ছিল বাংলাদেশের। বেশ কিছুদিন ধরেই এই ম্যাচ নিয়ে
নিজেদের অপারগতার কথা জানিয়ে আসছিল আফগানিস্তান। অবশেষে শনিবার রাতে
আনুষ্ঠানিকভাবে তারা চিঠি দিয়ে জানিয়েছে, বাংলাদেশে ওই ম্যাচ খেলতে আসবে না
আফগানরা। রবিবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এমন তথ্য জানিয়েছে বাংলাদেশ
ফুটবল ফেডারেশন (বাফুফে)।
সেখানে আরও জানানো হয়, সোমবার টিমস কমিটির সভার পর এ বিষয়ে আরও বিস্তারিত জানানো হবে।
এদিকে
এই ঘটনায় নিজেদের মাঠে খেলতে না পারার আক্ষেপ ঝরেছে জাতীয় দলের কোচ জেমি
ডের। বাংলা ট্রিবিউনকে এই ইংলিশ কোচ বলেছেন, 'বিশ্বকাপ বাছাই পর্বে মাত্র
একটি ম্যাচ নিজেদের মাঠে খেলতে পেরেছি। তাও কাতারের বিপক্ষে। এখন
আফগানিস্তান আসছে না, বিষয়টা হতাশাজনক।’
এখন বিশ্বকাপ বাছাইয়ে
বাংলাদেশের সবগুলো খেলাই আগামী জুনে কাতারে হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এর
আগে মার্চে বাংলাদেশ দল নেপালে তিন জাতির ফুটবল প্রতিযোগিতায় খেলতে যাবে।
যা একপ্রকার নিশ্চিত হয়ে আছে। সেখানে স্বাগতিক নেপাল ও বাংলাদেশ ছাড়াও
খেলার কথা কিরগিজস্তানের।
এই অবস্থায় নেপালে প্রস্তাবিত টুর্নামেন্ট
খেলার পক্ষেই রায় দিয়েছেন জেমি ডে, ‘এখন বসে না থেকে অন্য ম্যাচ খেলা
ভালো। নেপালে খেলতে পারলে ভালোই হবে।'