টাটা
কর্তৃপক্ষ সূত্রে খবর, টাটা মেডিক্যাল অ্যান্ড ডায়াগনস্টিকস-এর সঙ্গে
ভারতের স্বায়ত্তশাসিত সরকারি সংস্থা ‘কাউন্সিল অব সায়েন্টিফিক অ্যান্ড
ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ’ (সিএসআইআর) যৌথ ভাবে দেশে ক্লিনিক্যাল ট্রায়াল বা
পরীক্ষামূলক প্রয়োগ শুরু করতে পারে। সেই ট্রায়ালের ফলাফল বিশ্লেষণ করে
সাফল্য মিললে অনুমোদনের জন্য কেন্দ্রের কাছে আর্জি জানানো হতে পারে।কেন্দ্র
অবশ্য ইতিমধ্যেই স্পষ্ট করে দিয়েছে, যে টিকাই হোক, অন্য দেশের পরীক্ষামূলক
প্রয়োগের ফল গ্রহণ করা হবে না। দেশের অভ্যন্তরে ট্রায়াল সম্পূর্ণ করার পর
তার ফল বিশ্লেষণ করে তবেই প্রয়োগের অনুমোদন দেওয়া হবে। একটি সংবাদ সংস্থা
এই খবর জানালেও টাটা বা মডার্না কোনও পক্ষই এ নিয়ে এখনই মন্তব্য করতে
চায়নি।