ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
বুড়িগঙ্গার পাড়ের ধোপা
Published : Sunday, 24 January, 2021 at 12:50 PM
বুড়িগঙ্গার পাড়ের ধোপাবুড়িগঙ্গার জল অনেক গড়িয়েছে, কিন্তু এই নদীকেন্দ্রিক কিছু মানুষের জীবিকা বদলায়নি। ২০ বছর আগে বুড়িগঙ্গার পানি ছিল স্বচ্ছ, সেই পানিতে কাপড় ধোয়া হলে প্রশ্ন উঠত না। ময়লা পানিতে এখন কাপড় ধোয়া নিয়ে প্রশ্ন উঠলেও এখনও সেখানে কাপড় কেচে যাচ্ছেন মোহাম্মদ রহমান। ২০ বছরের বেশি সময় ধরে বুড়িগঙ্গা পাড়েই ধোপার কাজ করছেন তিনি। ছবি:মাহমুদ জামান অভি
  ক্যামেরা দেখলেই ‍পালান মোহাম্মদ রহমানের মতো ধোপারা। কারণ টেলিভিশন কিংবা সংবাদপত্রে তাদের ছবি প্রকাশ পেলে আর কাজ মিলবে না। বুড়িগঙ্গার পানি নষ্ট হয়েছে- তা স্বীকার করলেও বাড়িতে এত কাপড় ধুয়ে শুকানো যাবে না বলে এর বিকল্প নেই রহমানের কাছে।