ঐতিহ্যবাহী কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের বাংলা বিভাগের প্রথম বাংলা সম্মেলন ও পুনর্মিলনীর অনুষ্ঠান আয়োজনের লক্ষ্যে বাংলা বিভাগের প্রাক্তন ছাত্র অধ্যক্ষ হাসান ইমাম মজুমদারকে আহবায়ক করে ৩০ সদস্য বিশিষ্ট কমিটি করা হয়েছে। উপদেষ্টা, কার্যনির্বাহী কমিটি ও সমন্বয় কমিটি গঠন সংক্রান্ত এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। গত ১৭ ডিসেম্বর কুমিল্লা জিলা স্কুলের একটি ক্লাস রুমে অনুষ্ঠিত এ সংক্রান্ত সভায় বাংলা বিভাগের প্রথম শিক্ষাবর্ষ ১৯৬৩-১৯৬৪ এর শিক্ষার্থী ও বাংলা বিভাগের প্রাক্তন অধ্যাপক ও বিশিষ্ট সাহিত্যিক শান্তি রঞ্জন ভৌমিক সভাপতিত্ব করেন।
সভায় বাংলা বিভাগের প্রাক্তন অধ্যাপক গোলাম মোস্তফা, অধ্যাপক ফরহাদ উদ্দিন ভূইয়া, বিশিষ্ট সংগঠক ও শিক্ষাবিদ অধ্যক্ষ হাসান ইমাম মজুমদার ফটিক, অধ্যক্ষ মো. এমদাদুল হক পলাশ, অধ্যক্ষ মোফাজ্জল হায়দার মজুমদার, রিতা চক্রবর্তী, রীতা রানী সরকার, অর্পিতা বর্ধন, মিন্টুরঞ্জন কর্মকার, সহদেব কুমার রায়, আব্দুল হালিম, দৈনিক কুমিল্লার কাগজ সম্পাদক আবুল কাশেম হৃদয়, মো. আলমগীর হোসেন, মোহাম্মদ শাহজাহান, মো. খলিলুর রহমান শুভ্র, আবু তাহের, আব্দুর রহমান মঞ্জুর, মো. বেলাল হোসেন, জয়াশিস বণিক, কামরুর রশিদ, মো. আবুল কালাম আজাদ, আমির হামজা, জসিম উদ্দিন, জহিরুল ইসলাম, মো. এম. এ ফয়েজ, মো. বদিউল আলম, মো. আনোয়ার হোসেন, আমিনুল ইসলাম সুমন, নিশাদ পারভীন, ইমাম হাসান, রাশেদুল হক খান, রফিকুল ইসলাম পলাশ, মো. গোলাম দস্তগীর রাসেল, মো. শেফায়াত উল্ল্যাহ, মীর মো. সোহেল রানা, সুশান্ত দেবনাথ, মো. শাহিদ হোসেন, মো. মঈন উদ্দিন, মো. কামরুজ্জামান মিঠু, মো. মজিবুর রহমান, মো. ইউসুফ আলী প্রমুখ উপস্থিত থেকে আলোচনায় অংশ নেন।

পরিচিতি পর্বের পর আলোচ্য বিষয়ের আলোকে বাংলা বিভাগের পুনর্মিলনীর সার্বিক বিষয়ে আলোচনা ও প্রস্তাবনার ভিত্তিতে বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। এর মধ্যে রয়েছে আগামী বছর জুলাইয়ে ২০২৩ পুনর্মিলনী করা হবে। এ লক্ষে অধ্যক্ষ হাসান ইমাম মজুমদারকে আহবায়ক করে ৩০ সদস্যবিশিষ্ট কমিটি করা হয়। পুনর্মিলনীর রেজিস্ট্রেশন ফি ১৫০০/- টাকা ধার্য করা হয়েছে। বলা হয়েছে ইতোমধ্যে যারা সর্বশেষ মাস্টার্স শেষ করেছেন তারাই কেবল এই পুনর্মিলনীর সদস্য হিসেবে অংশগ্রহণ করতে পারবেন।
অনুষ্ঠানে সার্বিকভাবে সহযোগিতা করেছেন কামরুর রশিদ, জসিম উদ্দিন, জহিরুল ইসলাম, আবুল কালাম আজাদ, আমির হামজা, ইমাম হাসান, আনোয়ার, পলাশ, রাশেদ সাফায়েত, মীর সোহেল সহ আরো অনেকে।
সভা পরিচালনা করেন বাংলা বিভাগের প্রাক্তন ছাত্র হানিফ চৌধুরী (২০০৩-২০০৪ শিক্ষাবর্ষ), কোরআন তিলাওয়াত করেন মো. মামুন বিল্লাহ (২০০৩-২০০৪ শিক্ষাবর্ষ), পূর্ববর্তী সভার বিবরণ উপস্থাপনা করেন মো. মিজানুর রহমান (২০০৩-২০০৪ শিক্ষাবর্ষ), সভার আলোচ্য বিষয়, প্রস্তাবনা ও সিদ্ধান্ত লিপিবদ্ধ করেন মো. গোলাম ছামদানি (২০০৩-২০০৪ শিক্ষাবর্ষ)।