নিজস্ব
প্রতিবেদক: চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিয়ে আসার পথে ট্রেনের
টিটিই দুই ছাত্রকে আটক করে মারধর করার প্রতিবাদে সন্ধ্যায় ঢাকা চট্রগ্রাম
রেললাইনের লাকসাম জংশনে সোনার বাংলা ট্রেনটি পৌছঁলে ট্রেনের সামনে বিক্ষোভ
করে উত্তেজিত শতাধিক ছাত্ররা। ট্রেনটি চলতে বাধা দিয়ে ৬দফা দাবীতুলে
শ্লোগান দেয় ছাত্ররা। এসময় পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে ঘটানাস্থলে উপস্থিত
হন, লাকসাম সার্কেল মুহিতুল ইসলাম, লাকসাম থানা ওসি মেজবাহ উদ্দিন ভূইয়া,
লাকসাম উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজা মতিন, লাকসাম রেলওয়ে থানার ওসি
জসিম উদ্দিন খন্দকারসহ রেলওয়ের কর্মকর্তা।
আজকে এই সোনার ট্রেনের অফ ডে থাকলেও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা থাকার কারণে স্পেশাল ভাবে চলছে এই ট্রেনটি।