সরকারি
প্রতিশ্রুতি বাস্তবায়ন সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি সাবেক ও সাবেক
ডেপুটি স্পিকারের মৃত্যুতে শোক জানিয়েছেন সাবেক রেলপথ মন্ত্রী মুজিবুল হক
এমপি। শোক বার্তায় তিনি জানান- ১১টি বাংলাদেশ জাতীয় সংসদ নির্বাচনের মধ্যে
১০টি নির্বাচনে অংশ নেওয়া এবং পাঁচবার নির্বাচিত এমপি অধ্যাপক মো. আলী
আশরাফ তাঁর রাজনৈতিক জীবনে জনকল্যাণে কাজ করে গেছেন। তিনি আওয়ামীলীগের
নিবেদিত প্রাণ ছিলেন। বঙ্গবন্ধুর আদর্শের ওই বর্ষীয়ান আওয়ামীলীগ নেতা
অত্যন্ত বিনয়ী ও প্রজ্ঞাবান মানুষ ছিলেন। তাঁর মৃত্যুতে আমরা একজন নেতাকে
হারালাম। তাঁর মৃত্যুতে আমরা গভীর সমবেদনা জানাই।
প্রসঙ্গত, শুক্রবার
(৩০ জুলাই) বিকাল ৩টা ৩০ মিনিটে রাজধানীর স্কয়ার হাসপাতালে নিউমোনিয়া রোগে
আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ঘটে কুমিল্লা-৭ (চান্দিনা) আসন
থেকে পাঁচবার নির্বাচিত প্রবীণ ওই সংসদ সদস্যের। মৃত্যুকালে তাঁর বয়স
হয়েছিল ৭৪ বছর।