কুমিল্লা শহরের কান্দিড়পার সাত্তার খান কমপ্লেকের, উৎসের মালিক এবং কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার শীষপুর সাহেব বাড়ির অধিবাসি শাহজাহান মজুমদার (৫৫) ইন্তেকাল করেছেন( ইন্না...রাজিউন)। রোববার রাত সাড়ে ৯ টায় ঢাকার একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যু কালে তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আতœীয় ও গুণগ্রাহী রেখেগেছেন। সোমবার বাদ যোহর দারোগাবাড়ি মসজিদে প্রথম জানাজা এবং বাদ আসর শীষপুর স্কুল মাঠে ২য় জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।