সৌরভ মাহমুদ হারুন।। শনিবার বিকালে সদ্য প্রয়াত সাবেক আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী, কেন্দ্রীয় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এবং সুপ্রীম কোর্টের আইনজীবী সমিতির নবনির্বাচিত সভাপতি এডভোকেট আবদুল মতিন খসরুর আত্মার মাগফিরাত কামনা করে ইফতার পূর্ব স্মরণ সভা, মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে উপজেলার নিমসার জুনাব বিশ্ববিদ্যালয় কলেজের হল রুমে। উপজেলার মোকাম ইউনিয়ন বঙ্গবন্ধু পরিষদের আয়োজনে বিশেষ দোয়া ইফতার পূর্ব স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক, বুড়িচং উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক, সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ সাজ্জাদ হোসেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, উপজেলা ভাইস চেয়ারম্যান এবং মোকাম বঙ্গবন্ধু পরিষদের উপদেষ্টা মোঃ গোলাম ফারুক এবং যৌথ ভাবে পরিচালনা করেন ইউপি যুবলীগের সভাপতি মোঃ মাসুদ রানা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৭১ বিজয় হলের সভাপতি মোঃ বিল্লাল হোসেন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ আব্দুস সালাম চেয়ারম্যান, আব্দুর রশিদ, অধ্যক্ষ আবু সালেক মোঃ সেলিম রেজা সৌরভ, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক এডভোকেট মোঃ রেজাউল করিম খোকন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ মশিউর রহমান খান, কেন্দ্রীয় ছাত্র লীগের সাবেক যুগ্ম সম্পাদক দিদার মোঃ নিজামুল ইসলাম ।
আরও উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মোঃ হাকিম আলী, উপজেলা আওয়ামী লীগ নেতা মোঃ আনোয়ার হোসেন আনু উপজেলা আওয়ামী লীগ নেতা মোঃ সাহেব আলী, , কৃষক লীগের সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান, মোকাম ইউনিয়ন বঙ্গবন্ধু পরিষদের আহবায়ক অরুণ কুমার পাল, যুগ্ম আহবায়ক সুলতান আহমদ, উপদেষ্টা এডভোকেট মোঃ নুরুল ইসলাম, মোঃ রফিকুল ইসলাম, মোঃ মোজাফফর আহমদ, ইউনিয়ন যুবলীগ এর সেক্রেটারি মোঃ মোবারক হোসেন মেম্বার। এসময় মোকাম ইউনিয়ন ও উপজেলার আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্র লীগ ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।