কুমিল্লা
কোতোয়ালি মডেল থানায় আগত মানুষের জন্য সেবা প্রত্যাশী সহায়তার ডেস্ক চালু
করা হয়েছে। সোমবার সন্ধ্যায় ফিতা কেটে সেবা প্রত্যাশী ডেস্কের উদ্বোধন করেন
কুমিল্লা জেলা পুলিশ সুপার আব্দুল মান্নান।
উদ্বোধন শেষে পুলিশ সুপার আব্দুল মান্নান বলেন, কুমিল্লা কোতোয়ালি একটি মডেল থানা, সে হিসেবে এই থানার সেবার মানও মডেল হতে হবে।
তাই বিভিন্ন এলাকা থেকে আগত সেবা প্রত্যাশীরা নির্দিষ্ট অফিসারের কাছে যেন সহজেই পৌঁছাতে পারে এইজন্য এই সহায়তা ডেস্ক চালু করা হলো।
এই
সহায়তা ডেস্কে সার্বক্ষণিক একজন অফিসার থাকবেন। তার কাছ থেকে সেবা
গ্রহীতারা বিভিন্ন তথ্য নিয়ে নির্দিষ্ট কক্ষে যেতে পারবেন। এছাড়াও সেবা
গ্রহিতারা অপেক্ষার জন্য এই স্থানটি ব্যবহার করবেন।
কোতয়ালী মডেল থানার
অফিসার ইনচার্জ মো. ফিরোজ হোসেনের বাস্তাবায়নে সহায়তার ডেস্ক উদ্বোধন কালে
আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মংনেথোয়াই মারমা, নাজমুল হাসান,
আসফাকুজ্জামানসহ আরো অনেকে।