ব্রাহ্মণবাড়িয়া
প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে।
গত রবিবার দুপুর আনুমানিক ১টার সময় সদর উপজেলার মজলিশপুর ইউনিয়নের ছোট
বাকাইল গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
মৃত দুই শিশু হচ্ছে ছোট বাকাইল গ্রামের শামীম মিয়ার ছেলে নয়ন মিয়া-(১০) এবং একই গ্রামের লিটন মিয়ার ছেলে নাঈম মিয়া-(১০) ।
ছোট
বাকাইল গ্রামের বাসিন্দা ও মজলিশপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান তাজুল
ইসলাম জানান, ওই গ্রামের বাচ্চু মিয়ার ঘরের বিদ্যুতের তার ঘষা খেয়ে ঘরের
চালা ও বেড়া বিদ্যুতায়িত হয়ে পড়লে পাশে ওই দুই শিশু খেলা করার সময় বেড়ায়
লেগে তারা তড়িতাহত হয়ো মারা যায় ।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার
ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আসলাম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে
জানান, ওই দুই শিশু খেলা করার সময় বিদ্যুতায়িত ঘরের বেড়ায় লেগে মারা গেছে।
অভিযোগ পেলে এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।
ব্রাহ্মণবাড়িয়া
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সেলিম শেখ বলেন, ঈদের আগের দিন
দুই শিশুর এই মৃত্যু অত্যন্ত দুঃখজনক ঘটনা। স্থানীয় ইউপি চেয়ারম্যান
বিষয়টি অবগত করেছেন।