প্রকাশ: রোববার, ১৬ জুন, ২০২৪, ১২:৩১ এএম |
নিজস্ব
প্রতিবেদক: অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে কুমিল্লা জাঙ্গালিয়ায় উপকূল
পরিবহনকে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। কুমিল্লা জেলা
প্রশাসক কার্যালয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট শ্রী রতন কুমার দত্ত। শনিবার
বিকালে কুমিল্লার জাঙ্গালিয়া,পদুয়ার বাজার বাস টার্মিনালে বাসের ভাড়া ও
মূল্য তালিকা মনিটরিংয়ের সময় এই জরিমানা আদায় করা হয়।
জেলা প্রশাসক
খন্দকার মু. মুশফিকুর রহমান বলেন, মহাসড়ক যানজটমুক্ত রাখা ও যাত্রী
ভোগান্তি কমিয়ে আনতে আমরা সর্বাত্মক কাজ করছি। ঈদের আগে যানজট আর ঈদের পরে
অতিরিক্ত গতি রোধে আমরা পর্যবেক্ষণ করবো।
জেলা প্রশাসন সূত্রে জানা
গেছে, ঈদ যাত্রা নির্বিঘœ ও যানজট মুক্ত রাখতে মহাসড়ক ও আঞ্চলিক মহাসড়কে
পুলিশের পাশাপাশি দায়িত্ব পালন করছেন ৩৮ জন নির্বাহী ম্যাজিষ্ট্র্যাটগণ।
ঢাকা- চট্টগ্রাম মাহাসড়ক, কুমিল্লা- সিলেট মহাসড়ক ও কুমিল্লা- নোয়াখালী
মহাসড়কে পৃথকভাবে দায়িত্বপালন করছেন তারা।