তিতাস
প্রতিনিধিঃ কুমিল্লার তিতাস উপজেলার ভিটিকান্দি ইউনিয়ন যুবলীগের সহসভাপতি
জহিরুল ইসলাম মোল্লা (৩৫)হত্যার বিচার দাবিতে সমাবেশ করেছে ভিটিকান্দি
ইউনিয়নের মানিককান্দি গ্রামবাসী।
আজ শুক্রবার বিকেলে মানিককান্দি সরকারি
প্রাথমিক বিদ্যালয় মাঠে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব
করেন মানিককান্দি গ্রামের বাসিন্দা মো.সেলিম সরকার।
সভায় বক্তারা বলেন,
ভিটিকান্দি ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান বাবুল আহমেদ ও সাবেক ইউপি সদস্য
সাইফুল ইসলাম পরিকল্পিত ভাবে জহিরকে হত্যা করেছে এবং এই হত্যা কান্ডের সাথে
যারা জরিত তাদের সকলের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী জানান মানিককান্দি
গ্রামবাসী।
জহির হত্যার বিচার দাবিতে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য
রাখেন,নিহত জহিরের বড় ভাই বাদল মোল্লা, ইউপি সদস্য হাজী আঃ রব,ইরন হোসেন,
মোস্তফা মিয়া,আব্দুল মান্নান, নুরে আলম,হিরা মিয়া,জাহাঙ্গীর আলম,শাহ আলম,আঃ
বাতেন,তাহের আলী,সাবেক ইউপি সদস্য সুমন মিয়া,শহিদ উল্লাহ, আবুল হাসেম ও
মোহাম্মদ আলী প্রমূখ।
মামলার তদন্ত কর্মকর্তা (আইয়ু)পরিদর্শক (তদন্ত)
রফিকুল ইসলাম বলেন, জহির হত্যা মামলার এজহার নামীয় তিনজনকে গ্রেপ্তার করে
আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়েছি।বাকীদেরও গ্রেপ্তার করতে আমাদের চেষ্টা
অব্যাহত আছে।
উল্লেখ্য ৬ ডিসেম্বর বিকেলে বর্তমান ইউপি চেয়ারম্যান
বাবুল আহমেদ - সাইফুল ইসলাম গ্রুপ ও সাবেক ইউপি চেয়ারম্যান আবুল হোসেন
মোল্লা গ্রুপের মধ্যে মানিককান্দিতে জমির মালিকানা নিয়ে মাছ ধরাকে কেন্দ্র
করে উভয়ের মধ্যে সংঘর্ষের সময় যুবলীগ নেতা জহিরুল ইসলাম মোল্লা (৩৫)
কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষ।
ছবির ক্যাপশনঃ তিতাসে যুবলীগ নেতা জহির
হত্যার বিচার দাবিতে গ্রামবাসী কতৃক আয়োজিত সমাবেশে বক্তব্য দিচ্ছেন নিহতের
বড় ভাই বাদল মোল্লা।