কুমিল্লায় কলেজ শিক্ষার্থীকে হত্যার ঘটনায় চারজন গ্রেপ্তার
তানভীর দিপু
|
![]() রবিবার (৪ডিসেম্বর) বেলা ১২ টায় কুমিল্লা জেলা পুলিশের কনফারেন্স রুমে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান কুমিল্লা জেলা পুলিশ সুপার আব্দুল মান্নান। সংবাদ সম্মেলনে তিনি বলেন, রাকিব আর পাভেল বন্ধু, ঘটনার একমাস আগে পাভেল আর রাকিব তাদের কলেজ ফেনী মহিপাল কলেজে আধিপত্যকে কেন্দ্র করে রাকিবকে মারধর করে পাভেল। এর জের ধরে বৃহস্পতিবার সন্ধায় ব্যাডমিন্টন খেলাকে কেন্দ্র করে পাভেলসহ তার আরো দুবন্ধকে ছুরিকাঘাত করে অনিকসহ তার সহযোগিরা। পরে হাসপাতালে নেওয়ার পর পাবেল মারা যায়। এ হত্যারকান্ডের ঘটনায় পুলিশ আবু হুরাইয়া অনিক, সালমান হোসেন, নাঈমুল হক রাকিব ও নাজিমুল হক জয় নামে চারজনকে গ্রেপ্তার করে। |