কুমিল্লার চৌদ্দগ্রামে ব্যাডমিন্টন খেলা নিয়ে কিশোরগ্রুপের সংঘর্ষে পাভেল নামে এক কিশোর নিহত। চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভরঞ্জন চাকমা বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, চৌদ্দগ্রাম উপজেলার আলকোরা এলাকায় ব্যাডমিন্টন খেলা নিয়ে দুই দল কিশোর বয়সীদের হাতাহাতি ও মারামারি শুরু হয়। এক পর্যায়ে প্রতিপক্ষের ছুরিকাঘাতে পাভেল নামে এক কিশোর নিহত হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, পাভেল আলকোরায় তারা নানার বাড়িতে থাকে। সে পার্শ্ববর্তী গুণবতী ইউনিয়নের ফুলের নাউরি গ্রামের নুরুল ইসলামের ছেলে। সন্ধ্যা ৭ টায় ব্যাডমিন্টন খেলার মাঠ দখল নিয়ে পাভেল ও তার বন্ধুদের সাথে প্রতিপক্ষ একটি গ্রুপের তর্কাতার্কি ও হাতাহাতি হয়। এসময় প্রতিপক্ষের ছুরিকাঘাতে পাভেল নিহত হয়। এসময় আরো দুই কিশোর আহত হয়েছে বলে জানা গেছে। এই ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ।