প্রকাশ: মঙ্গলবার, ২৯ নভেম্বর, ২০২২, ৭:১৯ পিএম |
কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানা পুলিশ গত ২৮ নভেম্বর বিকেলে উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানে অভিনয় কায়দায় লুকিয়ে রাখা এক সিএনজি চালকের সীটের নিচ থেকে ৬ কেজি গাজাঁ উদ্ধার করেছে থানা পুলিশ।
থানা সূত্রে জানা গেছে, ব্রাহ্মণপাড়া অফিসার ইনচার্জ শেখ মাহমুদুল হাসান রুবেলের নির্দেশে, এসআই ওবায়দুর রহমান সঙ্গীয় ফোর্সসহ ব্রাহ্মণপাড়া উপজেলার সদর ইউনিয়নে অভিযান পরিচালনা করে। অভিযানে
ব্রাহ্মণপাড়া পূর্বপাড়া গ্রামে ভাই ভাই হোন্ডা গ্যারেজের সামনে (হরিমঙ্গল - ব্রাহ্মণপাড়া) গামী পাকা রাস্তার উপর থেকে নাম্বার বিহীন পুরাতন সিএনজি তল্লাশী করে চালকের সীটের নিচ অভিনয় কায়দায় লুকিয়ে রাখা ৬ কেজি গাঁজা উদ্ধার করে। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে চালক পালিয়ে যায়।
পুলিশ অজ্ঞাতনামা পলাতক আসামীর বিরোদ্ধে ব্রাহ্মণপাড়া থানায় মাদক আইনে মামলা দায়ের করেছে।
এব্যাপারে ব্রাহ্মণপাড়া থানা অফিসার ইনচার্জ মাহমুদুল হাসান রুবেল সত্যতা স্বীকার করেন।