কুয়েতে ১১তম বিশ্ব কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশি প্রখ্যাত হাফেজ আবু রাহাত ৩য় স্থান লাভ করে দেশের জন্য সুনাম অর্জন করেছে। কুয়েত আমিরের তত্ত্ববাবধানে দেশটিতে অনুষ্ঠিত বিশ্ব কোরআন প্রতিযোগিতায় ১১৭টি দেশের হাফেজরা অংশ গ্রহণ করেন। এসব দেশের প্রতিযোগিদের পেছনে ফেলে তৃতীয় স্থান অর্জন করেন হাফেজ আবু রাহাত। আজ বুধবার স্থানীয় সময় সকালে দেশটির সালওয়ার নিকটবর্তী হোটেল রেজিন্সির হল রুমে অনুষ্ঠিত বর্ণাঢ্য অনুষ্ঠানে বিশ্ব কোরআন প্রতিযোগিতায় তিন ক্যাটাগরির চূড়ান্ত বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। অনূর্ধ্ব ১৩ বছরের গ্রুপে তৃতীয় হওয়ায় আবু রাহাত পুরস্কার ও সম্মাননা অর্জন করেন। হাফেজ আবু রাহাত ঢাকার যাত্রাবাড়িস্থ মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদরাসার ছাত্র। মাদরাসার মুহতামিম শায়েখ আন নাছেরী এ বিষয়টি নিশ্চিত করেছেন।