শনিবার ১২ জুলাই ২০২৫
২৮ আষাঢ় ১৪৩২
এমপির বহরের গাড়ির ধাক্কায় দুই পা ভাঙলো রিকশাচালকের
প্রকাশ: শনিবার, ৮ অক্টোবর, ২০২২, ১২:০০ এএম |

ফেনী-৩ ( দাগনভূঞা-সোনাগাজী) আসনের সংসদ সদস্য ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য লে. জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরীর বহরের একটি গাড়ির ধাক্কায় আইয়ুব আলী (৬০) নামের এক রিকশাচালকের দুই পা ভেঙে গেছে। সেইসঙ্গে তিনি মাথায় প্রচণ্ড আঘাত পেয়েছেন। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার (৬ অক্টোবর) রাতে দাগনভূঞা পৌর শহরের ফাজিলের ঘাট রোডের রামানন্দপুর গ্রামের কালারটেক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহত রিকশাচালক আইয়ুব আলী দাগনভূঞার জগৎপুর গ্রামের বাসিন্দা।
দুর্ঘটনার পর প্রথমে তাকে দাগনভূঞা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে জরুরি বিভাগে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। তবে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয় আইয়ুব আলীকে।
দাগনভূঞা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক তৌহিদুল ইসলাম জানান, দুর্ঘটনায় ওই ব্যক্তির দুই পা ভেঙে গেছে। তিনি মাথায়ও আঘাত পেয়েছেন। তাকে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকায় পাঠিয়ে দেওয়া হয়েছে।
দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসান ইমাম জানান, এমপির গাড়িবহরের পেছনে থাকা একটি মাইক্রোবাসের ধাক্কায় সড়কের বাইরে ছিটকে পড়েন ওই রিকশাচালক। এতে তিনি মারাত্মকভাবে আহত হন। খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিক স্থানীয় লোকজনের সহযোগিতায় তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
দাগনভূঞা পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওমর ফারুক খান বলেন, এ নিয়ে এমপির সঙ্গে কথা হয়েছে। আহত ব্যক্তির চিকিৎসার বিষয়টি দেখভাল করার জন্য তিনি তাকে বলেছেন। এরই মধ্যে নিজ খরচে আহত রিকশাচালককে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠিয়েছেন বলে জানান মেয়র।
জানতে চাইলে এমপি মাসুদ উদ্দিন চৌধুরী বলেন, তিনি বিষয়টি শুনেছেন। ওই ব্যক্তির আর্থিকসহ সবধরনের সহযোগিতা ও খোঁজখবর নেওয়ার জন্য পৌর মেয়রকে বলা হয়েছে। তিনি নিজেও প্রয়োজনীয় সহযোগিতা করবেন।












সর্বশেষ সংবাদ
কুমিল্লায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে যুবক খুন,আটক ৩
স্বাগত ২০২৩: অকল্যান্ডে আতশবাজির মধ্য দিয়ে বর্ষবরণ
কুমিল্লায় অভাবের তাড়নায় মা-মেয়ের আত্মহত্যা
সাবেক পোপ বেনেডিক্ট মারা গেছেন
কুমিল্লায় নির্মানাধীন ভবনের প্রহরীর মরদেহ উদ্ধার
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লায় অভাবের তাড়নায় মা-মেয়ের আত্মহত্যা
কুমিল্লায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে যুবক খুন,আটক ৩
মাহির মনোনয়ন নিয়ে যা বললেন ডা. মুরাদ
স্কুলে ৪ শ্রেণিতে এবার নতুন শিক্ষাক্রম
কুমিল্লায় নির্মানাধীন ভবনের প্রহরীর মরদেহ উদ্ধার
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২