বুধবার ২ জুলাই ২০২৫
১৮ আষাঢ় ১৪৩২
এমপি বাহারের ভেনিস আগমন উপলক্ষ্যে ইতালিতে প্রস্তুতি সভা
প্রকাশ: মঙ্গলবার, ২৩ আগস্ট, ২০২২, ৬:৩৯ পিএম আপডেট: ২৩.০৮.২০২২ ৭:২০ পিএম |

এমপি বাহারের ভেনিস আগমন উপলক্ষ্যে ইতালিতে প্রস্তুতি সভানিজস্ব প্রতিবেদক: কুমিল্লা সদর আসনের এমপি ও মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার আগামী ৫ সেপ্টেম্বর ইতালির শহর ভেনিসে আগমন করবেন। এ উপলক্ষ্যে গত রবিবার (২১ শে আগস্ট) সন্ধ্যায় ভেনিসে বসবাসরত বৃহওর কুমিল্লা প্রবাসীরা এক প্রস্তুতিমূলক আলোচনা সভায় মিলিত হন।
সভা আহ্বান করেন কুমিল্লা নামে বিভাগ বাস্তবায়ন পরিষদ ইউরোপের প্রধান সময় টেলিভিশনের ইতালি প্রতিনিধি সাংবাদিক ও বিশিষ্ট ব্যবসায়ী মাকসুদ রহমান। সভাপতিত্ব করেন ভেনিস প্রবাসী কুমিল্লার প্রবীণ ব্যক্তিত্ব জনাব মাহবুবুর রহমান। কুমিল্লার সন্তান ভেনিসের সফল ব্যবসায়ী নিয়ামেল চৌধুরীর সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মীর আব্দুল মোতালেব লিটন ও ইতালির পাদোভা সিটির কাউন্সিলর কুমিল্লার সন্তান রিভিন আহাম্মদ এবং পাদোভা বাংলাদেশ ইসলামী কালচারাল সেন্টারের সভাপতি জনাব হুমায়ূন কবির,বিশিষ্ট ব্যবসায়ী জনাব বাচ্চু মিয়া।
সভায় আগামী ৫ সেপ্টেম্বর ভেনিসে বৃহওর কুমিল্লা প্রবাসীরা কুমিল্লা সদর আসনের এমপি আ.ক.ম বাহাউদ্দিন বাহারকে সংবর্ধনা প্রদান ও তাঁর মাধ্যমে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বরাবর কুমিল্লা নামে বিভাগের দাবী গণসাক্ষর করে দূতাবাসের মাধ্যমে প্রেরণের সিদ্ধান্ত গৃহীত হয়।
আগামী ৫ সেপ্টেম্বরের সভা সফল করতে মতবিনিময় সভায় মূল আলোচনায় অংশগ্রহণ করেন সাংবাদিক মাকসুদ রহমান, নিয়ামেল চৌধুরী, শরীফ মৃধা, আজাদ খান, নূরে আলম, ফয়সাল আহামেদ, মোকলেছ সরকার, আনিসুজ্জামান, মোঃ শামীম, কাউসার ভূঁইয়া প্রমুখ।
আলোচনা সভায় আগামী ৫ সেপ্টেম্বর থেকে শুরু মাননীয় এমপি মহোদয়ের ভেনিস, পাদোভা, রোম ও মিলান সফর এবং তাঁর সভা সমূহকে সাফল্য মন্ডিত করতে বিভিন্ন রকম আলোচনা করা হয়।
উল্লেখ্য যে, তিনি আগামী ১ সেপ্টেম্বর ফ্রান্সের প্যারিস সফরের মাধ্যমে ইউরোপে কুমিল্লা নামে বিভাগ বাস্তবায়নে বৃহত্তর কুমিল্লার ইউরোপ প্রবাসীদের সঙ্গে মিলিত হবেন। ৪ সেপ্টেম্বর প্যারিসের একটি হলে তাঁর প্রথম সভা অনুষ্ঠিত হবে।" কুমিল্লা নামে বিভাগ বাস্তবায়ন পরিষদ-ইউরোপ" তাঁকে ইউরোপ ভ্রমণে আমন্ত্রণ জানান।












সর্বশেষ সংবাদ
কুমিল্লায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে যুবক খুন,আটক ৩
স্বাগত ২০২৩: অকল্যান্ডে আতশবাজির মধ্য দিয়ে বর্ষবরণ
কুমিল্লায় অভাবের তাড়নায় মা-মেয়ের আত্মহত্যা
সাবেক পোপ বেনেডিক্ট মারা গেছেন
কুমিল্লায় নির্মানাধীন ভবনের প্রহরীর মরদেহ উদ্ধার
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লায় অভাবের তাড়নায় মা-মেয়ের আত্মহত্যা
কুমিল্লায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে যুবক খুন,আটক ৩
মাহির মনোনয়ন নিয়ে যা বললেন ডা. মুরাদ
স্কুলে ৪ শ্রেণিতে এবার নতুন শিক্ষাক্রম
কুমিল্লায় নির্মানাধীন ভবনের প্রহরীর মরদেহ উদ্ধার
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২