কুমিল্লার লাকসামে ১৩৭ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব। ২৩ জানুয়ারি রাতে উপজেলার লাকসাম প্লাজা শপিং সেন্টার সংলগ্ন হোটেল প্লাজায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত দুই মাদক ব্যবসায়ী হচ্ছে- মুিন্সগঞ্জ সদর উপজেলার টরকী-দক্ষিন কান্দি গ্রামের মৃত অলিউল্লাহ দেওয়ান এর ছেলে মোঃ লিটন দেওয়ান এবং একই উপজেলার হোগলাডাংগী-পশ্চিম কান্দি গ্রামের মৃত আমির আলী বেপারির ছেলে মোঃ নূরু বেপারী। 
