চাঁদপুরে মা ইলিশ ধরায় ৫২ জেলে আটক
Published : Wednesday, 26 October, 2022 at 12:00 AM
চাঁদপুরে নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকারের দায়ে ৫২ জেলেকে আটক করেছে নৌ-পুলিশ। এসময় তাদের কাছ থেকে ৫০ কেজি ইলিশ জব্দ করা হয়।
রোববার (২৩ অক্টোবর) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দিনব্যাপী পদ্মা-মেঘনার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে।
চাঁদপুর সদর নৌ-থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান জাগো নিউজকে জানান, মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিতে ও নিষেধাজ্ঞা বাস্তবায়নে সদর উপজেলার রাজরাজেশ্বর, হরিনা, মাঝির বাজার, লক্ষ্মীরচরসহ বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে নৌ-পুলিশ। এসময় পৃথক স্থান থেকে ৫২ জেলেকে আটক করা হয়। এরমধ্যে ২০ জেলেকে ভ্রাম্যমাণ আদালতে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ২৯ জেলের বিরুদ্ধে মৎস্য আইনে মামলা করা হয়। বাকি তিনজন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় মুছলেকা রেখে ছেড়ে দেওয়া হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী মো. মেশকাতুল ইসলাম।
মা ইলিশ রক্ষায় গত ৭ অক্টোবর থেকে চাঁদপুরের পদ্মা-মেঘনার নৌ অঞ্চলে এ অভিযান অব্যাহত রয়েছে। প্রজনন মৌসুমে জেলেরা যেন নদীতে মাছ শিকার করতে না পারেন, সেজন্য জেলা প্রশাসন, মৎস্য বিভাগ, নৌ পুলিশ, কোস্টগার্ডের একাধিক ইউনিট নদীতে সার্বক্ষণিক টহল দিচ্ছে।