নিখোঁজের পরদিন সেতুর নিচে মিললো বৃদ্ধের লাশ
Published : Saturday, 15 October, 2022 at 12:00 AM
ব্রাহ্মণবাড়িয়ায় শীতল দেবনাথ (৭২) নামে এক বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১৪ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় দাঁড়িয়াপুর রেল সেতুর নিচ থেকে লাশ উদ্ধার করে পুলিশ।
শীতল দেবনাথ জেলা শহরের পূর্ব পাইকপাড়া (পাটগুদাম রোডের) অমৃত লাল দেবনাথের ছেলে। তার বড় ছেলে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের চিকিৎসক খোকন দেবনাথ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘মাথায় টিউমার অপারেশনের পর থেকে আমার বাবা মানসিক ভারসাম্যহীন ছিলেন। কোথাও একা যেতে দেওয়া হতো না। বৃহস্পতিবার সন্ধ্যায় কাউতে কিছু না বলে সবার অজান্তে বাসা থেকে বের হয়ে যান। পরে সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও কোনও সন্ধান পাইনি। আজ সকালে দাঁড়িয়াপুর রেল সেতুর নিচে লাশ পড়ে থাকার খবর পাই। পরে আমরা গিয়ে তার লাশ শনাক্ত করি।’
ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন ফাঁড়ির ইনচার্জ সালাউদ্দিন খান নোমান জানান, বৃহস্পতিবার রাত থেকে নিখোঁজ ছিলেন শীতল দেবনাথ। মানসিক ভারসাম্যহীন হওয়ায় রাতে কোনও এক ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। আজ সকালে স্থানীয় দাঁড়িয়াপুর রেল সেতুর পাশে লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে লাশ উদ্ধার করা হয়েছে।