বীর মুক্তিযোদ্ধা শুক্কর আলীকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
Published : Friday, 7 October, 2022 at 12:00 AM
মো. হাবিবুর রহমান, মুরাদনগর ||
কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন পূর্বধইর পূর্ব ইউনিয়নের চাপৈর গ্রামের বীর মুক্তিযোদ্ধা মো: শাহজাহান মিয়া ওরফে শুক্কর আলীকে (৭৯) বৃহস্পতিবার বিকেলে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। তিনি ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসারত অবস্থায় বুধবার দুপুরে ঢাকার এক ক্লিনিকে ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহি...... রাজেউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে ও ৩ মেয়েসহ আত্নীয় স্বজন ও বহু গুনগ্রাহী রেখে গেছেন।
বৃহস্পতিবার দুপুরে উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো: কবির আহামেদের নেতৃত্বে বাঙ্গরা বাজার থানা পুলিশের একটি চৌকস দল তাকে রাষ্ট্রীয় সালাম প্রদান করেন। পরে নিজ বাড়ীর আঙ্গিনায় জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। জানাযা অনুষ্ঠানে তার ছেলে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা সফিকুল ইসলাম নিহতের মাগফেরাত কামনায় উপস্থিত সকলের নিকট দোয়া কামনা করেছেন।
জানাযা ও দাফন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার খলিলুর রহমান, মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী, মুক্তিযোদ্ধা বদিউল আলমসহ এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন।