ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
ময়মনসিংহের জেলা প্রশাসকের পিতার দাফন সম্পন্ন
Published : Friday, 7 October, 2022 at 12:00 AM
ইসমাইল নয়ন।।
ময়মনসিংহের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ এনামুল হকের পিতা ও কুমিল্লার ব্রাহ্মণপাড়ার শশীদল গ্রামের বাসিন্দা আবদুস সামাদের দাফন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার শশীদল পাঁচপীর দরগা কবরস্থানে তাঁর দাফনকাজ সম্পন্ন করা হয়। বুধবার রাত ১০টা ২০ মিনিটের সময় কুমিল্লা জেলা সদরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বার্ধক্যজনিত কারণে তিনি মারা যান।
পারিবারিক সূত্রে জানা গেছে, মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮২ বছর। তিনি বার্ধক্য জনিত বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন। তিনি গত শুক্রবার  অসুস্থ হলে স্বজনরা তাকে কুমিল্লা জেলা সদরের একটি হাসপাতালে ভর্তি করেন। ওই হাসপাতালে আবদুস সামাদ বুধবার রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই ছেলে, চার মেয়েসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। তার জানাজায় স্থানীয় সাংসদ এডভোকেট আবুল হাশেম খান, কুমিল্লা জেলা প্রশাসক মো. কামরুল হাসান, উপজেলা পরিষদ চেয়ারম্যান আবু জাহের, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোহেল রানা, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাহমুদুল হাসান রুবেল,  উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর খান চৌধুরী, উপজেলা বিএনপির সভাপতি জসিম উদ্দিন জসিম, আওয়ামী লীগের ত্রাণ বিষয়ক সম্পাদক মোঃ শাহ আলমসহ উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।