
এশিয়া
কাপের মঞ্চে মালয়েশিয়াকে স্রেফ উড়িয়ে দিয়েছে বাংলাদেশ। নিগার-মুর্শিদার
ফিফটির পর ফারিহা তৃষ্ণার হ্যাটট্রিকের দিনে বাংলাদেশের জয় এসেছে ৮৮ রানের
বড় ব্যবধানে। টাইগ্রেসদের ১২৯ রান তাড়ায় নেমে মাত্র ৪১ রানেই গুটিয়ে যায়
মালয়েশিয়ার মেয়েরা। ম্যাচসেরা হয়েছেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি।
উল্লেখ্য,
সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে নেমে ৫
উইকেটে ১২৯ রান তোলে বাংলাদেশ। ৫৪ বলে ৫৬ রান করেন মুর্শিদা খাতুন। আর
অধিনায়ক নিগার সুলতানা খেলেন ৩৪ বলে ৫৩ রানের ঝোড়ো ইনিংস। এ ছাড়া আর কেউ
ভালো করতে পারেননি। তৃতীয় সর্বোচ্চ ১০ রান করেছেন ফারজানা হক। বল খরচ
করেছেন ২৪টি!
জবাবে ব্যাটিংয়ে নেমে শুরুতেই ফারিহা তৃষ্ণার বোলিং তোপে
পড়েন মালয়েশিয়ার মেয়েরা। দলীয় ১৩ রানেই তৃষ্ণার হ্যাটট্রিকে নেই ৩ উইকেট!
নিজের তৃতীয় এবং ইনিংসের ষষ্ঠ ওভারে তার শিকার হয়েছেন যথাক্রমে উইনিফার্ড
দুরাইসিংগম (৫), মাস এলিসা (০) ও মাহিরা ইজ্জাতি (০)। ফারিহার আগে প্রথম
বাংলাদেশি নারী হিসেবে টি-টোয়েন্টিতে হ্যাটট্রিক করেছিলেন ফাহিমা খাতুন।
শুরুতে
৩ উইকেট হারানোর ধাক্কা আর সামলাতে পারেনি মালয়েশিয়া। একের পর এক উইকট
পড়তে থাকে। শেষ পর্যন্ত তারা ১৮.৫ ওভারে মাত্র ৪১ রানে অল আউট হয়ে যায়। ১২
রানে ৩ উইকেট নেন ফারিহা। দুটি করে উইকেট নিয়েছেন ফাহিমা খাতুন, সানজিদা
আক্তার মেঘলা এবং রুমানা আহমেদ। একটি নিয়েছেন সালমা খাতুন।