মেসির গোলের পরও জিততে পারেনি পিএসজি
Published : Friday, 7 October, 2022 at 12:00 AM
উয়েফা
চ্যাম্পিয়নস লিগের ‘এইচ’ গ্রুপের ম্যাচে পিএসজিকে রুখে দিয়েছে বেনফিকা।
ঘরের মাঠে লিওনেল মেসিদের বিপক্ষে ১-১ ব্যবধানে ড্র করেছে এই পর্তুগিজ
ক্লাবটি।
ম্যাচের ২২তম মিনিটে এগিয়ে গিয়েছিল পিএসজি। মেসির কাছ থেকে বল পেয়ে নেইমারকে দিয়ে ডি-বক্স ঢুকতে চেয়েছিলেন এমবাপ্পে।
তবে নেইমার খুঁজে নেন মেসিকে। বল পেয়ে নিজের ট্রেডমার্ক শটে গোলরক্ষকের মাথার ওপর দিয়ে মেসি বল পাঠিয়ে দেন বেনফিকার জালে।
৪১তম
মিনিটে সমতায় ফেরে বেনফিকা। বাঁ প্রান্ত থেকে গঞ্জালো রামোসের উদ্দেশে
ক্রস দিয়েছিলেন এনজো ফার্নান্দেজ। বলের নাগাল পাননি রামোস। তবে পিএসজি
ডিফেন্ডার দানিলো পেরেইরা আত্মঘাতী গোল করে বসেন। ম্যাচের দ্বিতীয়ার্ধে
দুদলই বেশ কটি সুযোগ পেয়েছে, কেউ-ই কাজে লাগাতে পারেনি।
এই ড্রয়ের ফলে
আসরের নকআউট পর্বে ওঠার দৌড়ে বেশ ভালোভাবেই আছে বেনফিকা। তিন ম্যাচ শেষে
বেনফিকার পয়েন্ট পিএসজির সমান। দুদলেরই ৭ পয়েন্ট। ৩ পয়েন্ট নিয়ে তিনে রয়েছে
জুভেন্টাস। ম্যাকাবি হাইফার কোনো পয়েন্ট নেই।