Published : Tuesday, 4 October, 2022 at 12:00 AM, Update: 04.10.2022 12:15:49 AM
রণবীর
ঘোষ কিংকর: চারদিন ব্যাপী শারদীয় দুর্গোৎসবের আজ মহানবমী। সনাতন
ধর্মাবলম্বীদের ধারণা, মহানবমীর দিনে দেবী দুর্গাকে প্রাণভরে দেখে নেওয়ার
সময়। দুর্গাপূজার অন্তিম দিন বলা যায় মহানবমীর দিনটিকে। পরের দিন কেবল
বিজয়া ও বিসর্জনের পর্ব।
শারদীয় দুর্গোৎসবের মহাষষ্ঠী থেকে মহাঅষ্টমী ও
সন্ধিপূজার পর আজ মহানবমী। আজ মঙ্গলবার (৪ অক্টোবর) সকাল ৯টা ৫৭ মিনিট ৩৯
সেকেন্ডের মধ্যে দেবীর মহানবমী কল্পারম্ভ ও মহানবমীর বিহিত পূজা অনুষ্ঠিত
হবে।
সোমবার (৩ অক্টোবর) মহা অষ্টমীতে কুমিল্লার প্রতীটি পূজা মন্ডপে ছিল ভক্ত-দর্শণার্থী ও রাজনৈতিক নেতা-কর্মীদের উপচেপরা ভীড়।
সকালে
মন্ডপে মন্ডপ অষ্টমী পূজা শেষে বিকালে নারী-পুরুষ, শিশু, কিশোর-কিশোরী সহ
সব বয়সী মানুষের অবাধ বিচরণ। সন্ধ্যায় ঢাক-ঢোল, শঙ্খ ও উলু ধ্বনিতে মুখরিত
হয় প্রতিটি পূজা মন্ডপ। কখনও ঢাকের তালে আবার কখনও সাউন্ড সিস্টেমে বাজানো
ভারতীয় ও বাংলা গানে নৃত্যে মেতে উঠে শিশু, কিশোর-কিশোরী, যুবক-যুবতী সহ সব
বয়সী নারী-পুরুষ। ধুপতি হাতে সনাতন ধর্মাবলম্বী ভক্তদের সন্ধ্যা আরতির পর
‘ধর্ম যার যার, উৎসব সবার’ এই অসাপ্রদায়িক চেতনায় মনের হরষে নৃত্যে মেতে
উঠে অন্য ধর্মাবলম্বী যুবকরাও।
এদিকে, টানা তিন বছর কুমিল্লা রামকৃষ্ণ মিশনে কুমারী পূজা অনুষ্ঠিত না হওয়া মন খারাপ অনেক ভক্তপ্রাণে।
এ
ছাড়া অষ্টমী তিথি শেষ হয়ে যাওয়ার শেষ ২৪ মিনিট এবং নবমী তিথি শুরু হওয়ার
প্রথম ২৪ মিনিটকে বলা হয় সন্ধিক্ষণ। ঠিক এই সময়েই দেবী দুর্গা চন্ড ও মুন্ড
নামে দুই ভয়ঙ্কর অসুরের নিধন করেছিলেন। এই ঘটনাটি মনে রাখার জন্যই প্রতি
বছর অষ্টমী এবং নবমীর সন্ধিক্ষণে এই সন্ধিপূজা করা হয়। সেই ধারাবাহিকতায়
রবিবার কুমিল্লা ৭৯৩টি পূজা মন্ডপে অনুষ্ঠিত হয়েছে সন্ধি পূজাও।
অপরদিকে,
অষ্টমীতে চান্দিনা, দাউদকান্দিসহ বিভিন্ন উপজেলার পূজা মন্ডপ পরিদর্শণ
করেন জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ কামরুল হাসান, জেলা পুলিশ সুপার (এসপি)
আব্দুল মান্নান সহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ। এছাড়াও
বিভিন্ন উপজেলায় পূজা মন্ডপ পরিদর্শণ করেন স্ব-স্ব আসনের সংসদ সদস্যগণ ও
রাজনৈতিক নেতৃবৃন্দ।
সোমবার সন্ধ্যার পর কুমিল্লা-৭ চান্দিনা আসনের
সংসদ সদস্য স্বাধীনতা পদকপ্রাপ্ত খ্যাতনামা চিকিৎসক বীর মুক্তিযোদ্ধা
অধ্যাপক প্রাণ গোপাল দত্তের নিজ বাড়ি চান্দিনার মহিচাইলে পূজা মন্ডপ
পরিদর্শণে আসনে জেলা প্রশাসক ও জেলা পুলিশ সুপার।