ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
লালবাগ রওশন আশরাফ উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা বেগম রওশন আশরাফ এর ২২তম প্রয়াণ দিবস
Published : Wednesday, 28 September, 2022 at 12:00 AM
‘কোরআনুল কারীমের পাতাগুলো নিভৃতে উড়ে, উদাসীন বালিশগুলো শূণ্য বিছানায়। আমরা সাত ভাই, এক বোন ভালো নেই।
সাতাশে সেপ্টেম্বর ১৯৯০ সোমবার বিকেল পাঁচটায় আম্মাজান বার্ধক্যজনিত রোগে ইন্তেকাল করেন। মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে আজ তারই প্রতিষ্ঠিত লালবাগ রওশন আশরাফ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে চির শান্তি কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এই প্রাঙ্গণে আজ ২৮ সেপ্টেম্বর বুধবার বাদ যোহর কোরআন খানি ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে সকলের অংশগ্রহণ অনুরোধ করা যাচ্ছে। বীর মুক্তিযোদ্ধা প্রয়াত উপাধ্যক্ষ সৈয়দ আহমাদ বাকের, কবি ও চিত্রশিল্পী সৈয়দ আহমাদ তারেকসহ সাত ভাই ও এক বোনের গর্বিত আম্মাজান ‘অবকাশ’ ঝাউতলায় নিও বাসভবনে মহান আল্লাহর সান্নিধ্য লাভে ইহকাল ত্যাগ করেন। শোকসন্তপ্ত পরিবার ও নাতি-নাতনির জন্যে অশেষ দোয়া প্রার্থনা করি।