বৃত্তের তুলিতে ময়লার ভাগাড় এখন চিঠি চত্বর
Published : Wednesday, 28 September, 2022 at 12:00 AM
সাঈদ হাসান, কুবি ||
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) গ্রাফিতি ভিত্তিক সংগঠন 'বৃত্ত কুবি'র উদ্যোগে একসময়কার ময়লার ভাগাড়কে চিঠি চত্বরে রুপ দেয়া হয়েছে। মঙ্গলবার (২৭সেপ্টেম্বর) উপাচার্য ও উপ-উপাচার্য চিঠি প্রেরণ ও মিষ্টি বিতরণের মাধ্যমে উদ্বোধন করেন।
এই চত্বরটির জন্য ডাক বিভাগের পক্ষ থেকে একটি ডাকবক্স উপহার দেয়া হয়। যেখানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ছাড়াও যে কেউ চিঠি পাঠাতে পারবে পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে যে কেউ চাইলেও চিঠি লিখতে পারবে যা বৃত্ত কুবি'র সদস্যরা প্রাপকের কাছে পৌছে দিবে।
'বৃত্ত কুবি' কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের একমাত্র গ্রাফিতি ভিত্তিক সংগঠন যারা ক্যাম্পাসের বিভিন্ন স্থানে ধূসর দেয়ালকে রাঙানোর কাজ করে থাকে। তবে এবারের উদ্যোগটি একটু ব্যতিক্রম।
সংগঠনটির হেড অফ মার্কেটিং তাওহিদ সানি বলেন, এই জায়গাটাকে একটা চত্বরে রুপদান করলে যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা একটু গল্প করা কিংবা ক্লাসের ফাঁকে একটু বসার জায়গা পাবে সেই ভাবনা থেকেই আমাদের এই চত্বরের কাজ হাতে নেয়া। পাশাপাশি আগে চিঠির একটা সোনালী যুগ ছিল। চিঠির মাধ্যমে মানুষ তথ্য আদান প্রদান করতো বর্তমানে সেটা হারিয়ে গেছে। চিঠির হারিয়ে যাওয়া দিনগুলো ফিরে পাবার জন্যে এটা আমাদের ক্ষুদ্র প্রচেষ্টা বলা যায়।
এসময় উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ হুমায়ুন কবির বলেন, এটি একটি উদ্ভাবনী ধারণা। বিশ্ববিদ্যালয় জীবনে আমিও অনেক চিঠি আদান-প্রদান করেছি সেখানে অনেক আবেগ অনুভূতি জড়িত ছিল। বর্তমান সময়ে চিঠির আগ্রহটা আর নেই। আমি আশা ব্যক্ত করছি চিঠি চত্বরের মাধ্যমে চিঠির সেই সোনালী দিন ফিরে আসবে।
চিঠি চত্বরের উদ্দেশ্যে উপাচার্য অধ্যাপক ড. আবদুল মঈন বলেন, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যে সৃজনশীল এটি তার প্রমাণ। পড়াশোনার জন্য যখন দেশের বাইরে ছিলাম তখন বাবা-মা, প্রিয়জনদের চিঠি পেতাম প্রায় তিন মাস পর, সেসময়ের স্মৃতিগুলা আজ আবার মনে পড়ছে এই চিঠি চত্বরের জন্য। এছাড়াও চত্বরের উন্নয়নের জন্য ওনার সহযোগিতা অব্যাহত রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।
এ সময় উপস্থিত ছিলেন বৃত্ত কুবির উপদেষ্টা প্রত্নতত্ত্ব বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ সোহরাব উদ্দিন, হেড অফ ফিন্যান্স আরাফাত রাফি, হেড অফ ইভেন্ট ম্যানেজমেন্ট মাহফুজ রাব্বি, হেড অফ আর্ট এন্ড কালচার আখতারুজ্জামান পাভেল, হেড অফ মার্কেটিং তাওহিদ সানি, হেড অফ কমিউনিকেশন কানিজ ফাতেমা সুমিসহ সংগঠনের অন্যান্য সদস্যসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা।