লালমাইয়ে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
Published : Wednesday, 28 September, 2022 at 12:00 AM
প্রদীপ মজুমদার :
কুমিল্লার লালমাই উপজেলা প্রশাসনের আয়োজনে গতকাল ২৯ অক্টোবর মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. ফোরকান এলাহি অনুপম। এ সময় উপজেলা চেয়ারম্যান আবদুল মালেক, সহকারী কমিশনার (ভূমি) নাসরীন আক্তার, লালমাই থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আইউব, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. রওনক জাহান, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আবদুল মতিন মোল্লা, সাধারণ সম্পাদক ভারপ্রাপ্ত মাসুদুর রহমান ভূঁইয়া, উপজেলা কৃষি কর্মকর্তা জুনায়েদ কবীর খাঁন, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার,পল্লী বিদ্যুৎ সমিতি ডিজিএম খোরশেদ আলম, বীর মুক্তিযোদ্ধা আমিনুল হক আমিন, বাকই উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আইউব আলী, বাগমারা উত্তর ইউনিয়ন চেয়ারম্যান আবুল কাশেম, অন্যান্য চেয়ারম্যানগণসহ আইন-শৃঙ্খলা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
সভার শুরুতে শারদীয় দূর্গা পূজা উপলক্ষে আইন শৃঙ্খলা নিয়ে, সম্প্রতি চুরি বেড়ে যাওয়া, মাদক ও ইভটিজিং রুখতে ইউপি চেয়ারম্যানদের মনিটরিং করার কথা বলেন। নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের তাগিদ দেওয়া হয়। শারদীয় দূর্গা পূজায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখাসহ সন্ত্রাস, জঙ্গিবাদ-মাদক, চোরাচালান প্রতিরোধসহ বিভিন্ন বিষয়ে দিক নির্দেশনামুলক বক্তব্য দেন ইউএনও।