ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
প্রতিশ্রুতি দিয়ে মরুর বুকে যাত্রা সোহানদের
Published : Friday, 23 September, 2022 at 12:00 AM
সাকিব আল হাসান সংযুক্ত আরব আমিরাতে যাচ্ছেন না। সিপিএল খেলতে ব্যস্ত থাকায় বৃহস্পতিবার তাকে ছাড়াই সংযুক্ত আরব আমিরাত উড়াল দিয়েছে বাংলাদেশ দল। তবে সাকিবের অনুপস্থিতিতে বাংলাদেশকে নেতৃত্ব দেবেন তার ডেপুটি নুরুল হাসান সোহান।
আজ বিকালে দুবাইয়ের উদ্দেশে দেশ ছাড়ার আগে নিয়ম মতো প্রতিশ্রুতির কথা শুনিয়ে গেলেন সোহান। পরবর্তী সিরিজের আগে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে জয়ের অভ্যাস গড়ে তোলার পক্ষে তিনি, ‘আমার মনে হয় টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ভালো প্রস্তুতির মঞ্চ হবে এটা। যদি জিততে পারি, তাহলে আত্মবিশ্বাসটা নিউজিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ ও অস্ট্রেলিয়া বিশ্বকাপে কাজে দেবে।’
তিনি আরও যোগ করে বলেছেন, ‘আমরা বেশ কিছু ম্যাচ হেরে গেছি। কিন্তু এটাও জানি যে এখন এই দলটা দেখতে একটু ভিন্ন রকম। ফলে আমরা জয়ের অভ্যাস গড়ে তোলার লক্ষ্য নিয়ে সেখানে যাচ্ছি।’
সোহানের নেতৃত্বে আরব আমিরাতের বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ। ম্যাচ দুটি হবে আগামী রবিবার ও মঙ্গলবার।
সাকিব বর্তমানে সিপিএলে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সে খেলছেন। সোহান তার অনুপস্থিতি নিয়ে বলেছেন, ‘সব দলই সাকিব ভাইয়ের মতো একজনকে পেতে চায়। কিন্তু তার না থাকায় এটা আবার একজনের জন্য সুযোগও। তার সঙ্গে নিয়মিত যোগাযোগ হচ্ছে। তিনি এখন সিপিএল নিয়ে ব্যস্ত। নিউজিল্যান্ডে গিয়েই দলীয় পরিকল্পনা নিয়ে কথা বলবো।’