ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
পথচারীদের ভোগান্তি ও যানজট কমাতে দেবিদ্বারে অবৈধ স্থাপনা উচ্ছেদ
শাহীন আলম,
Published : Wednesday, 21 September, 2022 at 8:56 PM
পথচারীদের ভোগান্তি ও যানজট কমাতে দেবিদ্বারে অবৈধ স্থাপনা উচ্ছেদকুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবিদ্বার নিউমার্কেট এলাকায় যানজট ও পথচারীদের ভোগান্তি কমাতে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।  মঙ্গলবার  বিকাল ৩টায় দেবিদ্বার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাসরিন সুলতানার নেতৃত্বে এ উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। জানা যায়, দেবিদ্বার সদর এলাকার নিউ মার্কেট এলাকায় অধিকাংশই জেলা প্রশাসনের জায়গা অবৈধভাবে দখল করে একশ্রেণির প্রভাবশালীরা অস্থায়ী দোকান বসিয়ে ব্যবসা পরিচালনা করে আসছে। প্রশাসনের পক্ষ থেকে কয়েক দফায় নোটিশ ও মাইকিং করার পরও অবৈধ স্থাপনা সরিয়ে না নেয়ায় এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
 এছাড়াও দেবিদ্বার উপজেলা সদরের নিউমার্কেট এলাকার পানবাজার সড়কটি হকারদের দখল থাকায় স্থানীয় প্রশাসন বেশ কয়েকবার উচ্ছেদ অভিযান চালালেও পরের দিনই আবারও দখল করে দোকান বসিয়ে ব্যবসা করে ভ্রাম্যমান ব্যবসায়ীরা । এতে চলাচল ব্যহত হয় ও ভোগান্তিতে পড়তে হচ্ছে পথচারীদের। ব্যবসায়ীরা  অভিযানের সংবাদ পেয়ে তারা রাস্তা থেকে অস্থায়ী মালামাল সরিয়ে নেয়। স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, অবৈধ স্থাপনা উচ্ছেদ করে সড়কটি নির্মাণ করা হয়েছে। এতে ২৮ লাখ টাকা খরচ হয়েছে। কিন্তু এতে কোনো লাভ হয়নি। সড়কটি দিয়ে যানবাহন চলাচল তো দূরের কথা পথচারীরাদের চলাচলে ভোগান্তিতে পড়তে হচ্ছে। এই অভিযানে সকল স্থাপনা উচ্ছেদ হলেও কিছু দিন পর যেন দখল না হয় সে দিকে নজর দেওয়ার জন্য প্রশাসনের নজর রাখতে হবে। এদিকে নাম প্রকাশ না করার শর্তে একাধিক ব্যবসায়ী জানান, সড়কে দোকান না বসিয়ে তাঁদের আর কোথায় দোকান বসানোর সুযোগ নেই। এ জন্য তাঁরা উপজেলার দূর্বল বাজার ব্যবস্থাপনাকে দায়ি করেন। তাঁরা বলেন, বাজারের নির্দিষ্ট স্থান না থাকায় সড়কের পাশে ইজারাদারদের টাকা দিয়ে দোকান বসিয়ে ব্যবসা করতে হচ্ছে।  উচ্ছেদ অভিযানের সময় উপস্থিত ছিলেন ,দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ  কমল কৃষ্ণ ধর, পুলিশ পরিদর্শক (তদন্ত) খাদেমুল বাহার বিন আবেদ,  সেকেন্ড অফিসার এস আই মো. নাজমুল হাসান, দেবিদ্বার পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের ডিজিএম প্রকৌশলী  দিপক কুমার সিংহ, দেবিদ্বার প্রেসকèাবের সিনিয়র সভাপতি মো. ফখরুল ইসলাম সাগর ও  পৌর সভার কর্মকর্তা কর্মচারী বৃন্দ। 
এ ব্যাপারে দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ কমল কৃষ্ণ ধর জানান, মাননীয় পুলিশ সুপার মোহাম্মদ আবদুল মান্নান মহোদয়ের নির্দেশে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের যানজট ও পথচারীদের ভোগান্তি কমাতে দেবিদ্বার নিউমার্কেটের সড়কের পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।