Published : Wednesday, 21 September, 2022 at 7:37 PM, Update: 21.09.2022 7:40:10 PM
নোয়াখালীর চাটখিলে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল পেয়ে বাল্যবিয়ে বন্ধ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পরিচালিত ভ্রাম্যমাণ আদালত। কিশোরী মেয়ের বিয়ের আয়োজন করায় বাবাকে ২০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে। বুধবার (২১ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার হাটপুকুরিয়া ঘাটলাবাগ ইউনিয়নে এই ঘটনা ঘটে।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, বুধবার ওই স্কুল পড়ুয়া ওই কিশোরীর বাল্যবিয়ের আয়োজন করা হলে এলাকাবাসী ৯৯৯-এ ফোন করে বিষয়টি জানান। কিছুক্ষণের মধ্যে নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ ইমরানুল হক ভূঁইয়া পুলিশ নিয়ে ঘটনাস্থলে গিয়ে কিশোরী ও তার বাবাকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে নিয়ে আসেন। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে বাল্যবিয়ের আয়োজন করায় বাবাকে ২০ হাজার টাকা অর্থদণ্ড করা হয় এবং প্রাপ্ত বয়স না হওয়ার আগে মেয়েকে বিয়ে দেবে না মুচলেকা আদায় করা হয়।
ইমরানুল হক ভূঁইয়া বলেন, ৯৯৯-এ কল পেয়ে দুপুরে ওই স্কুলছাত্রীর বাল্যবিয়ে বন্ধ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মেয়ের বাবার ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। প্রাপ্ত বয়স না হওয়ার আগে বিয়ে দেবে না মর্মে মুচলেকা আদায় করা হয়েছে মেয়ের বাবার থেকে।