ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
শেখ হাসিনার সুদুরপ্রসারী পরিকল্পনায়করোনা পরিস্থিতি ছিল সহনীয় পর্যায় ---ইউসুফ আব্দুল্লাহ হারুন
Published : Sunday, 18 September, 2022 at 12:00 AM
মো. হাবিবুর রহমান, মুরাদনগর ||
আওয়ামীলীগ কেন্দ্রিয় কমিটির সাবেক অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক এবং এফবিসিসিআই’র সাবেক সভাপতি আলহাজ¦ ইউসুফ আব্দুল্লাহ হারুন এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদুরপ্রসারী পরিকল্পনার ফলে বাংলাদেশের করোনা পরিস্থিতি অনেক সহনীয় পর্যায় ছিল। পৃথিবীর অনেক উন্নত দেশে বিপুল সংখ্যক মানুষ করোনায় আক্রান্ত ও মৃত্যুর ঘটনা ঘটলেও বাংলাদেশে তেমন পরিস্থিতির সৃষ্টি হয়নি। বিএনপি নেতাসহ সরকারের সমালোচকরা করোনা শুরুর প্রথম থেকে বলে আসছে বাংলাদেশে কোটি কোটি মানুষ আাক্রান্ত হবে আর লাখ লাখ মানুষ মারা যাবে। কিন্তু সব ধরনের পূর্বাভাস মিথ্যা করে দিয়ে শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ করোনা মোকাবিলায় সাফল্য দেখায়। বিশে^র বিভিন্ন প্রতিবেদনে উঠে আসে বাংলাদেশ শীর্ষ ২০ দেশের মধ্যে ১৭তম করোনা মোকাবিলায়। বিশ্ব স্বাস্থ্য সংস্থাও শেখ হাসিনার ভূয়সী প্রশংসা করেছে করোনা মোকাবিলায় তার সরকারের দক্ষ নেতৃত্বের জন্য।
এমপি ইউসুফ আব্দুল্লাহ হারুন শনিবার বিকেলে কুমিল্লার মুরাদনগর উপজেলার আন্দিকুট ইউনিয়ন আওয়ামী লীগের কর্র্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। হায়দরাবাদ জাহানারা হক ডিগ্রি কলেজ মাঠে অনুষ্ঠিত কর্মী সভায় বিশেষ অতিথি ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ হারুন-আল রশীদ, সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ আবদুল কাইয়ুম খসরু, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হানিফ সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম ফারুক রানা, আইন বিষয়ক সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান এডভোকেট আবুল কালাম আজাদ তমাল, যুবলীগ কেন্দ্রিয় কমিটির সদস্য আলহাজ¦ মোহাম্মদ ইসমাইল, কৃষকলীগ কেন্দ্রিয় কমিটির সদস্য ও কুমিল্লা উত্তর জেলা কৃষকলীগের সভাপতি পার্থ সারথী দত্ত।
ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবীর কিবরিয়ার সভাপতিত্বে ও বাঙ্গরা বাজার থানা ছাত্রলীগের সভাপতি আবুল কাশেমের উপস্থাপনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সভাপতি গোলাম সারওয়ার চিনু, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ভিপি জাকির হোসেন চেয়ারম্যান, আন্দিকুট ইউপি চেয়ারম্যান জাকির হোসেন, সাবেক ইউপি চেয়ারম্যান ওমর ফারুক সরকার, শরিফুল ইসলাম, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি প্রার্থী আলহাজ¦ বাছির মিয়া, সাধারণ সম্পাদক প্রার্থী ইঞ্জিনিয়ার মনির খান ও আবদুল আলীম, ইউনিয়ন যুবলীগের সভাপতি সেলিম হায়দার, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ফরিদ আহাম্মদ জুয়েল।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য আফজালুন্নেছা বাসেত, ইউপি চেয়ারম্যান আবদুল কাদির, আবদুর রহিম পারভেজ, শিমুল বিল্লাল, শুকলাল দেবনাথ, সাবেক ইউপি চেয়ারম্যান শহীদুল আলম হায়দার, বাঙ্গরা বাজার থানা যুবলীগের যুগ্ম আহবায়ক আবদুল্লাহ নজরুল, জেলা পরিষদ সদস্য প্রার্থী মনিরুল আলম দিপু, মহিলালীগ নেত্রী এডভোকেট আছমা আক্তার রত্না ও মমতাজ বেগম প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে এমপি ইউসুফ আবদুল্লাহ হারুন আরো বলেন, বিএনপি নেতারা বলেছিলেন করোনা পরিস্থিতিতে দেশে হাজার হাজার মানুষ অনাহারে মারা যাবে। কিন্তু সরকারের যথাযথ  পদক্ষেপের কারণে গত দুই বছরে একজন মানুষও অনাহারে মারা যায়নি। প্রধানমন্ত্রীর নির্দেশে সারাদেশে আওয়ামী লীগের নেতা-কর্মীরা মানুষের পাশে ছিল। যার ফলে সরকারের মন্ত্রী, এমপি, উপদেষ্টা ও কয়েক হাজার নেতা-কর্মী করোনায় আক্রান্ত হয়েছিলেন। অনেকে মৃত্যুবরণ করেছেন। অথচ যারা রাজপথে সরকারের সমালোচনায় মুখর ছিল দেশের মানুষের পাশে তারা ছিল না।