ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
ভাসানচর থেকে পালিয়ে যাওয়া ৭ রোহিঙ্গা আটক
Published : Sunday, 18 September, 2022 at 12:00 AM
নোয়াখালীর হাতিয়ার ভাসানচর ক্যাম্প থেকে পালিয়ে যাওয়া নারী-শিশুসহ সাত রোহিঙ্গাকে আটক করা হয়েছে। শনিবার (১৭ সেপ্টেম্বর) ভোরে সুবর্ণচর উপজেলার চরক্লার্ক ইউনিয়নের কেরামতপুর বাজার থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন, ৮৪ নম্বর ক্লাস্টারের এইচ-১ কক্ষের আবদুস সালামের ছেলে এরশাদ উল্লাহ (৩২), তার ছেলে মো. শাহেদ (১০), আবদুস শুক্কুরের মেয়ে খোদেজা বেগম (২৮), মৃত রশিদ আহমদের ছেলে মো. হাসান (৩৫), তার মেয়ে রোসমিন আক্তার (১৫), ছেলে মো. তোফায়েল (৯ মাস) ও নুর মোহাম্মদের মেয়ে সেতারা বেগম (২৭)।
স্থানীয়রা জানান, ভোরে উপজেলার কেরামতপুর বাজারে সন্দেহজনকভাবে ঘুরতে দেখে সাত রোহিঙ্গাকে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদে তারা নিজেদের রোহিঙ্গা বলে স্বীকার করলে স্থানীয় ইউনিয়ন পরিষদে নেওয়া হয়। পরে খবর পেয়ে সকাল ৯টার দিকে পুলিশ তাদের চরজব্বার থানায় নিয়ে যায়।
চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবপ্রিয় দাস জাগো নিউজকে বলেন, দুপুরে তাদের পুলিশ পাহারায় ভাসানচর ক্যাম্পে ফেরত পাঠানো হয়েছে।