কুমিল্লা জেলা পরিষদ নির্বাচন দেবিদ্বার থেকে সদস্য প্রার্থী আবুল বাসারের মনোনয়নপত্র দাখিল
Published : Thursday, 15 September, 2022 at 12:00 AM
শাহীন আলম, দেবিদ্বার।
কুমিল্লা জেলা পরিষদ নির্বাচনে দেবিদ্বার উপজেলা থেকে সদস্য প্রার্থী ও গুনাইঘর উত্তর ইউনিয়নের আওয়ামীলীগের সহ সভাপতি বিশিষ্ট শিল্পপতি মো. আবুল বাসার মোহাম্মদ ইয়াহিয়া সরকার বুধবার দুপুরে কুমিল্লা জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোহাম্মদ কামরুল হাসানের নিকট মনোনয়নপত্র দাখিল করেন। এসময় ফতেহাবাদ ইউপি চেয়ারম্যান মো.কামরুজ্জামান মাসুদ, জাফরগঞ্জ ইউপি চেয়ারম্যান মো. জাহিদ আলম, রসুলপুর ইউপি চেয়ারম্যান মো. শাহজাহান, গুনাইঘর উত্তর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. ওবায়দুল হাসান রাসেল উপস্থিত ছিলেন। আবুল বাশার সরকার ১৯৭১ সালের ৩১ ডিসেম্বর জেলার গুনাইঘর উত্তর ইউনিয়নের বাকসার গ্রামে জন্মগ্রহন করেন। তাঁর পিতা মৃত আ. ওয়াহেদ সরকার এবং মাতা মৃত কমলা খাতুন। তাঁর শৈশব ও কিশোর বেলার সময় কেটেছে বাকসার গ্রামেই। তিনি ছাত্রজীবনে ছাত্রলীগ দিয়ে রাজনীতিতে প্রবেশ করেন। তিনি ছাত্রজীবন থেকে মানুষের সুখ-দুঃখে পাশে থেকে সহযোগিতা করেছেন। বর্তমানে তিনি গুনাইঘর উত্তর ইউনিয়ন আওয়ামীলীগের অর্থ বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করছেন। আবুল বাশার সরকার ১৯৮৬ সালে বাকসার উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাশ করেন এবং ১৯৮৮ সালে দেবিদ্বার সুজাত আলী সরকারি কলেজ থেকে কৃতিত্বের সাথে এইচএসসি পাশ করেন। পরে তিনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ১৯৯২ সালে বি.এ এবং ১৯৯৪ সালে এম.এ পাশ করেন। পেশায় ব্যবসায়ী আবুল বাশার বর্তমানে ঢাকার গ্রীণ রোডে অবস্থিত নিউ লাইফ হসপিটালের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি বাকসার গ্রামের বিভিন্ন সামাজিক সংগঠন ও ধর্মীয় প্রতিষ্ঠানেও গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছেন। আবুল বাশার সরকার বলেন, আসন্ন কুমিল্লা জেলা পরিষদ নির্বাচনে আমি দেবিদ্বার থেকে সদস্য প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছি। আওয়ামীলীগ বাংলাদেশের সকল সোনালী অর্জনের গৌরবান্বিত অংশীদার। জাতীর জনকের আর্দশ বুকে নিয়ে ও জননেত্রী শেখ হাসিনার আগামী দিনের একটি উন্নত সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গড়ার অংশীদার হিসেবে কাজ করতে চাই।