ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
দেবিদ্বারে ইয়াবা দিয়ে ফাঁসানোর অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে
Published : Thursday, 15 September, 2022 at 12:00 AM
শাহীন আলম, দেবিদ্বার।
কুমিল্লার দেবিদ্বারে জয়নাল হোসেন নাম এক যুবককে অফিস কক্ষে তিন ঘন্টা আটক রেখে মারধর করে ইয়াবা দিয়ে ফাঁসানোর অভিযোগ উঠেছে এক ইউপি সদস্যের বিরুদ্ধে। অভিযুক্ত ইউপি সদস্যের নাম মো.স্বপন সরকার। তিনি গুনাইঘর উত্তর ইউনিয়ন পরিষদের ১ওয়ার্ডের (ধলাহাস) ইউপি সদস্য। বুধবার (১৪ সেপ্টেম্বর) বেলা ১১টায় দেবিদ্বারের একটি রেস্তোরায় সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেছেন জয়নালের স্ত্রী রানু বেগম। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য রাখেন তিনি।  
লিখিত বক্তব্যে রানু বেগম বলেন, পূর্ব শত্রুতার জেরে গত বৃহস্পতিবার সন্ধ্যায় স্থানীয় ইউপি সদস্য স্বপন সরকার আমার স্বামীকে গ্রাম্য পুলিশের সহযোগিতায় ঘর থেকে টেনে-হেচরে বের করে তাঁর অফিস কক্ষে নিয়ে যায়। পরে তাকে মারধর করে থানায় নিয়ে গিলে পুলিশ তাকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠান। হাসপাতালে চিকিৎসা শেষে তাকে পুনরায় ধলাহাস বাজারের অফিস কক্ষে নিয়ে এসে পরিকল্পিত ভাবে পকেটে ইয়াবা ট্যাবলেট দিয়ে পুলিশের হাতে তুলে দেয়। বর্তমানে সে মাদক মামলায় কুমিল্লা কারাগারে রয়েছে। আমি আমার চার ছেলে-মেয়ে নিয়ে অভাব-অনটনে দিনাতিপাত করছি। আমার স্বামীকে স্বপন মেম্বার ইয়াবা দিয়ে ফাঁসিয়েছে। আমি মেম্বারের বিচার দাবি করছি।  
সংবাদ সম্মেলনে জয়নালের স্কুল পড়ুয়া মেয়ে রেহেনা আক্তার বলেন, আমার বাবাকে মেম্বারের লোকজন ঘর থেকে টেনে হেচরে বের করে, তখন আমি আমার আব্বাকে জড়িয়ে ধরে রাখি, তাঁরা আমাকেও কিলঘুষি মেরে আমার আব্বুকে ছিনিয়ে নেয়। মেম্বার আব্বুকে তাঁর অফিস কক্ষে তিন ঘন্টা আটক রেখে নির্যাতন করে পকেটে ইয়াবা দিয়ে পুলিশের হাতে তুলে দেয়। আমরা বর্তমানে না খেয়ে দিন কাটাচ্ছি, আমি আমার বাবার মুক্তি চাই।  লজ্জায় স্কুলে যেতে পারছি না।  
সংবাদ সম্মেলনে জয়নালের স্ত্রী ছাড়াও আরও বক্তব্য রাখেন ধলাহাস গ্রামের বীর মুক্তিযোদ্ধা মো. আবদুল মালেক, বীর মুক্তিযোদ্ধা মো. রমিজ উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা মো. আবুল হাশেম।  
এ বিষয়ে অভিযুক্ত ইউপি সদস্য স্বপন সরকার বলেন,  গ্রামের লোকজন তাকে ইয়াবাসহ আটক করে পুলিশে দিয়েছে। তাকে মারধর করা হয়নি। এগুলো আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করেছেন।  
দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) কমল কৃষ্ণ ধর বলেন, জয়নাল হোসেনকে গ্রামের লোকজন ইয়াবাসহ আটক করে থানায় সোর্পদ করেছেন।