ব্রাহ্মণবাড়িয়ায় হত্যা মামলা তিনজনের মৃত্যু ও একজনের যাবজ্জীবন
Published : Tuesday, 13 September, 2022 at 12:00 AM
জয়দুল হোসেন, ব্রাহ্মণবাড়িয়া ||
ব্রাহ্মণবাড়িয়ায় চাঞ্চল্যকর ব্যবসায়ি শরীফ খাঁ (৫০) হত্যা মামলায় তিনজনকে মৃত্যুদণ্ড ও একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। গতকাল সোমবার দুপুরে জেলা ও দায়রা জজের আদালতের বিচারক শারমিন নিগার এই রায় প্রদান করেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলো আখাউড়া উপজেলার চানপুর উত্তর পাড়া গ্রামের জাকির খাঁ (৪০), মাহবুব খাঁ (৩০), গাজী খাঁ (৬৫)। অপর আসামি আমানত খাঁকে (৬৫) যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে। পাঁচজন আসামির মধ্যে আসামি আমির খাঁ মারা গেছে। মৃত্যদণ্ড প্রাপ্ত তিন আসামি পলাতক রয়েছেন।
মামলার বিবরণে জানা যায়, ২০১৫ সালের ৬আগস্ট আসামিরা সীমানা বিরোধের জের ধরে শরীফ খাঁকে আখাউড়া চানপুর উত্তর পাড়া বিবাদীদের বসত বাড়ির পূর্ব পাশে বৃটিশ পাকা রাস্তার উপরে নির্মম ভাবে কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় শরীফ খাঁর স্ত্রী মাজেদা বেগম পাঁচজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ৫/৬ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। দীর্ঘ যুক্তি তর্ক শেষে আদলাত গতকাল এই রায় ঘোষনা করেন। রাষ্ট্র পক্ষে মামলাটি পরিচালনা থাকলেও করেন ভারপ্রাপ্ত পিপি আজাদ রকিব আহমেদ তুরান।