ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
বীর মুক্তিযোদ্ধা আমজাদ খান চৌধুরীকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
Published : Tuesday, 23 August, 2022 at 12:00 AM
বুড়িচং প্রতিনিধি।। কুমিল্লার বুড়িচং উপজেলা সহকারী মুক্তিযোদ্ধা, উপজেলা কৃষি স¤প্রসারণ অধিদপ্তরের হিসাবরক্ষক, রাজাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি এবং বারেশ্বর গ্রামের বীর মুক্তিযোদ্ধা মোঃ আমজাদ খান চৌধুরী (৭০) সোমবার সকাল সাড়ে ৭টায় নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন (ইন্নালিল্লাহি.....রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে, ১ মেয়ে, নাতি-নাতনীসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন। সোমবার বাদ আছর মরহুম বীর মুক্তিযোদ্ধা মোঃ আমজাদ খান চৌধুরীকে উপজেলার রাজাপুর ইউনিয়নের বারেশ্বর গ্রামের উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসন ও  বুড়িচং থানা পুলিশ গার্ড অব অনার (রাষ্ট্রীয় মর্যাদা প্রদান করেন)। পরে একই স্থানে মরহুমে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে লাশ দাফন করা হয়। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন কুমিল্লা -৫ আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আবুল হাসেম খান, কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সাজ্জাদ হোসেন,  উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ আখলাক হায়দার, সোনার বাংলা কলেজের অধ্যক্ষ  আবু সালেক মোঃ সেলিম রেজা সৌরভ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ শাহজাহান চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব আবু তাহের, এড. মাহাতাবুর রহমান, আবুল হাসেম মেম্বার, ইঞ্জিনিয়ার মোঃ আল আমিন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ মশিউর রহমান খান,বীর মুক্তি যোদ্ধা আবুল কাসেম মাষ্টার চেয়ারম্যান,  হাজী মোঃ বিল্লাল হোসেন চেয়ারম্যান সহ অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। মরহুমের জানাজায় আওয়ামী লীগ অঙ্গ সংগঠন, বিএনপি ও অঙ্গ সংগঠনের এবং এলাকার বিভিন্ন পর্যায়ের লোকজন অংশ গ্রহণ করেন।