ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
আগুয়েরোর রেকর্ড ভেঙে দিলেন হ্যারি কেইন
Published : Monday, 22 August, 2022 at 12:00 AM
ঘরের মাঠে উলভারহ্যাম্পটনের বিপক্ষে ১-০ গোলে জিতেছে টটেনহ্যাম হটস্পার। পুরো ম্যাচেই টটেনহ্যামকে বেশ চাপে রেখেছে উলভস। গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধে গিয়ে ইভান পেরিসিচের ক্রস থেকে লাফিয়ে ওঠা হেডে দলকে জয়সূচক গোল এনে দেন অধিনায়ক হ্যারি কেইন।
এই গোলের মাধ্যমে শুধু জয় নয়, ইংলিশ প্রিমিয়ার লিগের একটি রেকর্ডও নিজের করে নিয়েছেন কেইন। লিগে টটেনহ্যামের হয়ে কেইনের এটি ১৮৬তম গোল। যা প্রিমিয়ার লিগের ইতিহাসে এক ক্লাবের হয়ে সর্বোচ্চ গোলের রেকর্ড। এতদিন ধরে রেকর্ডটি ছিল সার্জিও আগুয়েরোর দখলে।
আগুয়েরো ম্যানচেস্টার সিটির হয়ে প্রিমিয়ার লিগে করেছেন ১৮৫ গোল। এছাড়া টটেনহ্যামের হয়ে সবমিলিয়ে হ্যারি কেইনের এটি ২৫০তম গোল। কেইনের এ গোলের সুবাদে ২০০৫-০৬ মৌসুমের পর আবার লিগের প্রথম তিন ম্যাচ অপরাজিত থাকলো টটেনহ্যাম।
কেইনের এ গোলের মাহাত্ম্য রয়েছে আরও। ১৯৯২ সাল থেকে প্রিমিয়ার লিগ নামকরণ হওয়ার পর পঞ্চম দল হিসেবে ১ হাজার গোল করলো টটেনহ্যাম। এর আগে হাজার গোল করা অন্য চার দল হলো- ম্যানচেস্টার ইউনাইটেড, লিভারপুল, আর্সেনাল ও চেলসি।