Published : Friday, 19 August, 2022 at 12:00 AM, Update: 19.08.2022 1:12:39 AM

ফেসবুকে ভূয়া আইডি ব্যবহার করে কুমিল্লার নিমসার জুনাব আলী কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক অপপ্রচার ও মিথ্যা অভিযোগ করা হয়েছে। ফেসবুকের ভূয়া আইডির আপত্তিকর একটি ম্যাসেজ কনভারসেশন সৃষ্টি করে সুনাম নষ্ট করার চেষ্টা চালানো হচ্ছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে কুমিল্লা নগরীর কান্দিরপাড়ে একটি রেস্টেুরেন্টে নিমসার জুনাব আলী কলেজ শিক্ষক পরিষদের আয়োজনে এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবী করেন কলেজ অধ্যক্ষ মোঃ মামুন মিয়া মুজমদার।
সংবাদ সম্মেলনে অধ্যক্ষ মামুন মজুমদার বলেন, নিমসার জুনাব আলী কলেজে যোগদানের পর থেকে শিক্ষার সুষ্ঠু ও সুন্দর পরিবেশ ফিরিয়ে আনতে বিভিন্ন পদক্ষেপের পাশাপাশি কলেজের সামনের জমি অবৈধভাবে দখল করা সকল কাঁচামালের দোকান উচ্ছেদ করেছিলাম। ফলে সকল দখলকারীরা একত্রে হয়ে আমার বিরুদ্ধে একর পর এক ষড়যন্ত্র করে আসছে। বিভিন্ন সময়ে প্রশাসনে আমার বিরুদ্ধে অভিযোগ করে আসছে। পরে তদন্ত করে সে সকল অভিযোগের সত্যতা পায়নি। সর্বশেষ এ চক্রটি আমার নামে একটি ফেসবুকে ভূয়া একাউন্ট খুলে এ কলেজের এক ছাত্রীর সাথে কিছু আপত্তিকর ম্যাসেস চ্যাট করে। পরবর্ত্তীতে এ ম্যাসেজের স্কিনশট বিভিন্ন জায়গায় অপপ্রচার করে আসছে এবং ওই ছাত্রীর স্বাক্ষরে উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট একটি অভিযোগ দাখিল করায়। এ চক্রটি আমার সুনাম ক্ষুন্ণ করতে এ ঘৃনিত ষড়যন্ত্র করছে। এ বিষয়ে আমি থানায় সাধারন ডায়েরী করি। পরবত্তীতে ১৪ আগষ্ট চট্রগ্রাম সাইবার ট্রাইব্যুনালে মামলা করি।
তিনি বলেন, যে ছাত্রীটি আমার বিরুদ্ধে অভিযোগ দাখিল করেছে, তাকে আমি ব্যক্তিগতভাবে চিনি না, কখনো দেখিওনি। যেসকল শিক্ষার্থীরা আন্দোলনে নেতৃত্ব দিচ্ছে- তাদের প্রায় সকলের অভিভাবক কোনো না কোনোভাবে কলেজের সামনের কাঁচা বাজারের ব্যবসার সাথে জড়িত। তাই বিষয়টি সুষ্ঠু তদন্ত করে প্রকৃত দোষীদের শাস্তি দাবী জানান তিনি।
সংবাদ সম্মেলনে কলেজের উপাধ্যক্ষ মোহাম্মদ আলমগীর হোসেন, সহকারী অধ্যাপক লোকমান হাকিম ভূইয়া, শৈলেশ চন্দ্র সরকার, মনিরুল ইসলাম, কানিজ ফাতেমা, প্রভাষক নার্গিস তাহমিনা, নিলুফা আক্তার, ফাহানা আক্তার, শিক্ষক পরিষদের সাধারন সম্পাদক মাজহারুল ইসলামসহ অন্যান্য শিক্ষকরা উপস্থিত ছিলেন।