ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
ইভটিজিংয়ের প্রতিবাদ করায় হামলা শ্রীকাইলে আহত ৬
Published : Friday, 19 August, 2022 at 12:00 AM, Update: 19.08.2022 1:12:27 AM
ইভটিজিংয়ের প্রতিবাদ করায় হামলা শ্রীকাইলে আহত ৬মো. হাবিবুর রহমান, মুরাদনগর ||
স্কুল ও কলেজ ছাত্রীদের ইভটিজিং এর প্রতিবাদ করায় হামলা চালিয়ে ৬ জনকে আহত করার অভিযোগ পাওয়া গেছে। কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন শ্রীকাইল ইউনিয়নের শাহগদা গ্রামে এ ঘটনা ঘটে। এ বিষয়ে ১৩জনকে অভিযুক্ত করে বৃহস্পতিবার বাঙ্গরা বাজার থানায় অভিযোগ করেছেন।
সূত্রে জানা যায়, শাহগদা গ্রামের ছাত্রীরা ভুতাইল গ্রাম হয়ে শ্রীকাইল গ্রামের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যায়। সে সুবাধে ভুতাইল গ্রামের কয়েকজন বখাটে দীর্ঘদিন যাবত ছাত্রীদের উক্তত্য করে আসছে। বিষয়টি ভুতাইল গ্রামের গন্যমান্য ব্যক্তিদের জানালেও তারা এ বিষয়ে কোন প্রকার প্রদক্ষেপ নেয়নি।
বুধবার বিকেলে বাড়ি ফেরার পথে ভুতাইল গ্রামের কয়েকজন বখাটে অন্যন্য দিনের মতো ছাত্রীদের উক্তত্যসহ বই ও ওরণা টেনে নেওয়ার ঘটনা ঘটে। বিষয়টি শাহগদা গ্রামের লোকজন জানতে পেরে ঘটনাস্থলে গিয়ে বখাটেদের বাধাঁ দেয়। এ নিয়ে বখাটেদের সাথে প্রতিবাদ কারীদের বাতবিতন্ডা হয়। এক পর্যায়ে বখাটে ও তাদের স্বজনরা লাঠিসোটা নিয়ে শাহগদা গ্রামের লোকজনের উপর অতির্কিতে হামলা চালায়। তাদের শোর-চিৎকার শুনে এলাকাবাসী এসে পরিস্থিতি শান্ত করে।
এ ঘটনায় শাহগদা গ্রামের হারুন মিয়ার ছেলে জামান মিয়া (২৯), হোসেন মিয়ার ছেলে হেলাল মিয়া (৩৮), মৃত নোয়াব মিয়ার ছেলে গোলাম জিলানী (২৭) ও মান্নান মিয়ার ছেলে মোবারক হোসেন (৩২) সহ ৬ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। তারা বর্তমানে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।
এ বিষয়ে আহত জামান মিয়ার বাবা হারুন মিয়া বাদী হয়ে ভুতাইল গ্রামের তোতা মিয়া (৪৫), নান্নু মিয়া (৪৭), রাকিব (২৩), আরিফ (২৩), রিপন (২২), ইমন (২০) রাসেল (২২) সাজিদ (১৯), সাকিল মিয়া (২০), সাকিল (২১), সাজ্জাদ (২০), হৃদয় (২৫) ও হাওলাদার (২৫) সহ অজ্ঞাতনামা আরো ৫/৭ জনের বিরুদ্ধে বৃহস্পতিবার থানায় অভিযোগ করেছেন।
বাঙ্গরা বাজার থানার ওসি কামরুজ্জামান তালুকদার দৈনিক কুমিল্লার কাগজকে বলেন, এ বিষয়ে একটি অভিযোগ পাওয়া গেছে। তদন্তকারী কর্মকর্তা শুক্রবার এলাকায় যাবে। তদন্তসাপেক্ষে উক্ত ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।