কিউইদের পাত্তাই দেয়নি উইন্ডিজ
Published : Friday, 19 August, 2022 at 12:00 AM
বাংলাদেশের
কাছে ধবলধোলাই হয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ৫০ ওভারের ফরম্যাটে ঘরের মাঠে
দাঁড়াতেই পারেনি ক্যারিবিয়ানরা। সেই তারাই নিউজিল্যান্ডকে পাত্তাই দিলো না!
প্রথম ওয়ানডেতে কিউইদের সহজেই হারিয়েছে তারা।
বার্বাডোসের ব্রিজটাউনে
প্রথম ওয়ানডেতে নিউজিল্যান্ডকে ৫ উইকেটে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ব্যাটিং
ব্যর্থতায় ৪৫.২ ওভারে ১৯০ রানে অলআউট হয় সফরকারীরা। সহজ লক্ষ্যে খেলতে নেমে
শামারাহ ব্রুকসের হাফসেঞ্চুরিতে ৩৯ ওভারে ৫ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে
ক্যারিবিয়ানরা। এতে তিন ম্যাচের সিরিজ ১-০তে এগিয়ে গেলো স্বাগতিকরা।
টস
হেরে ব্যাটিংয়ে নেমে নিউজিল্যান্ডের শুরুটা মন্দ ছিল না। উদ্বোধনী জুটিতে
আসে ৪১ রান। ২৫ রানে ফিন অ্যালেন আউট হলে সফরকারীরা হারায় প্রথম উইকেট।
খানিক পর মার্টিন গাপটিলও ফিরে যান। ৩৯ বলে ২৪ রান করেন গাপটিল। এরপর কেন
উইলিয়ামসন চেষ্টা করেছেন। যদিও ৩৪ রানের বেশি করতে পারেননি কিউই অধিনায়ক।
পরের
দিকের ব্যাটারদের অবস্থা আরও খারাপ। ডেভন কনওয়ে (৪), টম ল্যাথাম (১২) ও
ড্যারিল মিচেল (২০) তেমন অবদান রাখতে পারেননি। শেষ দিকে মাইকেল ব্রেসওয়েল
(৩১) ও মিচেল স্যান্টনারের (২৫) ব্যাটে ১৯০ রানে অলআউট হয় নিউজিল্যান্ড।
বল
হাতে দুর্দান্ত সময় কাটিয়েছেন ক্যারিবিয়ান বোলাররা। সবচেয়ে সফল আকিল
হোসেইন। এই স্পিনার ১০ ওভারে মাত্র ২৮ রান দিয়ে নেন ৩ উইকেট। তার মতো
আলজারি জোসেফও পেয়েছেন ৩ উইকেট। আর ২ উইকেট নিয়েছেন জেসন হোল্ডার।
১৯১
রানের লক্ষ্যে খেলতে নেমে শুরু ভালো না হলেও ব্রুকসের অসাধারণ ব্যাটিংয়ে জয়
নিশ্চিত করেছে ওয়েস্ট ইন্ডিজ। ব্রুকস ৯১ বলে ৯ বাউন্ডারি ও ১ ছক্কায়
করেছেন ৭৯ রান। ম্যাচসেরার পুরস্কার উঠেছে তারই হাতে। এছাড়া নিকোলাস পুরান
করেন ২৮ রান। এরপর জার্মেইন ব্ল্যাকউড (১২*) ও জেসন হোল্ডারের (১৩*) ব্যাটে
নিশ্চিত হয় জয়। নিউজিল্যান্ডের দুই পেসার ট্রেন্ট বোল্ট ও টিম সাউদি দুজনই
নিয়েছেন ২টি করে উইকেট।