বাইউস্টে জাতীয় শোক দিবস পালন
Published : Tuesday, 16 August, 2022 at 12:00 AM
বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি (বাইউস্ট) যথাযোগ্য মর্যাদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করেছে। সুর্যোদয়ের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন ও অর্ধনমিতকরণের মধ্য দিয়ে শোক দিবস আনুষ্ঠানিকভাবে শুরু হয়। সকাল ১০টায় বাইউস্ট অডিটোরিয়ামে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরবৃন্দের উপস্থিতিতে শোক দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন বাইউস্ট শিক্ষার্থী আজমত উল্লাহ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবসের ওপর সূচনা বক্তব্য প্রদান করেন, সহকারী অধ্যাপক ও বাইউস্ট কালচারাল ক্লাবের উপদেষ্টা আবু সুফিয়ান মোহাম্মদ তাজ উদ্দিন। জাতীয় শোক দিবসের তাৎপর্য নিয়ে বক্তব্য প্রদান করেন ইংরেজি বিভাগের প্রভাষক মোহাম্মদ আলমগীর। কবিতা আবৃত্তি করেন বাইউস্ট শিক্ষার্থী টুম্পা দাস।
অনুষ্ঠানে বঙ্গবন্ধুর বর্ণাঢ্য জীবনের নানা ঘটনা প্রবাহ নিয়ে বঙ্গবন্ধু থেকে বিশ্ববন্ধু বিষয়ক প্রামাণ্যচিত্র, ‘মানবিক বঙ্গবন্ধু ও সোনালী দিনগুলো’ প্রদর্শিত হয়। উপাচার্য প্রফেসর ব্রিগেডিয়ার জেনারেল কে এম সালজার হোসেন (অব:) জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুদীর্ঘ ত্যাগ এবং সংগ্রামী জীবনের নানা বিষয় নিয়ে বক্তব্য প্রদান করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডীন, বিভাগীয় প্রধান, শিক্ষক, শিক্ষার্থী এবং বিভিন্ন শাখার কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। অনুষ্ঠান উপস্থাপনা করেন তাজদিয়া সারওয়ার। অনুষ্ঠানটি বাইউস্ট কালচারাল ক্লাবের তত্ত্বাবধানে অনুষ্ঠিত হয়।