ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
ইসলামিয়া আলিয়া কামিল মাদরাসায় জাতীয় শোক দিবস পালিত
Published : Tuesday, 16 August, 2022 at 12:00 AM
স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৭তম শাহাদতবার্ষিকী উপলক্ষে কুমিল্লা ইসলামিয়া আলিয়া কামিল মাদরাসায় স্বাস্থ্যবিধি মেনে পবিত্র কোরআন তেলাওয়াত, আলোচনা সভা, পুরস্কার বিতরণ, মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।
মাদরাসার অধ্যক্ষ মোহাম্মদ আবদুল মতিনের সভাপতিত্বে অনুষ্ঠানে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন অভিভাবক প্রতিনিধি মোঃ তাবারুক হোছাইন, মোহাদ্দিস মোহাম্মদ গোলাম মোস্তফা শাহ, সহকারী অধ্যাপক মোঃ আজাদ কবীর, প্রভাষক মোঃ মোশাররফ হোছাইন, মোঃ শাহাদাত হোসেন ও সহকারী শিক্ষক মোঃ মোমেন মিয়া।
বক্তারা বলেন, জাতির পিতার হত্যার বিচারের রায় কার্যকর করা হয়েছে। যারা হত্যার ষড়যন্ত্রের পেছনে জড়িত তাদেরকে খুঁজে বের করে বিচার করতে হবে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙ্গালী জাতির হৃদয়ের বেঁছে আছেন। জাতি তাঁকে আজীবন শ্রদ্ধার সাথে স্মরণ করবেন। আসুন আমরা সবাই মিলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপনের সোনার বাংলা গড়ার লক্ষ্যে তাঁরই কন্যা দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে ক্ষুধা ও দারিদ্রমুক্ত ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলি। অনুষ্ঠান পরিচালনা করেন সহকারী মৌলভী মোঃ আমিনুল ইসলাম এবং মিলাদ শরীফ পাঠ করেন আরবি প্রভাষক মোহাম্মদ সায়ীদুর রহমান।
অনুষ্ঠানের শেষ পর্বে বঙ্গবন্ধু, তাঁর পরিবার, শহীদ মুক্তিযোদ্ধা, দেশের জন্য যাঁরা প্রাণ দিয়েছেন তাঁদের রুহের মাগফেরাত, প্রধানমন্ত্রীসহ সকলের কল্যাণ, দেশের শান্তি ও সমৃদ্ধি কামনা করে মোনাজাত পরিচালনা করেন অত্র মাদরাসার অধ্যক্ষ মোহাম্মদ আবদুল মতিন। পরে তাবারুক বিতরণ করা হয়।-প্রেস বিজ্ঞপ্তি