তিতাসে অগ্নিকাণ্ডে দুটি বসত ঘরসহ আসবাবপত্র পুড়ে ছাই
Published : Sunday, 14 August, 2022 at 12:00 AM
তিতাস প্রতিনিধিঃ কুমিল্লার তিতাস উপজেলায় অগ্নিকাণ্ডের ঘটনায় দুটি বসত ঘরসহ আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে। এসময় ৪টি গরু আহত হয়েছে। এতে আনুমানিক ২৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
ঘটনাটি ঘটেছে শুক্রবার রাত আনুমানিক সাড়ে আটটায় উপজেলার ভিটিকান্দি ইউনিয়নের মানিককান্দি গ্রামের হালিম মিয়ার বাড়িতে।
শনিবার দুপুরে সরেজমিনে গেলে হালিম মিয়া বলেন, রাত আনুমানিক সাড়ে ৮টায় ঘরে আগুন লেগে চৌচালা টিনের ঘর, আসবাবপত্র, স্বর্ণ, নগদ টাকা, দুই ড্রাম চাল পুড়ে ছাই হয়ে গেছে এবং ৪ টি গরু আগুনে পুড়ে আহত হয়েছে।
এই কথা বলে হালিম মিয়া কান্নায় ভেঙে পড়েন এবং বলতে থাকেন আমার ৫০ বছরের সংসার শেষ হয়ে গেছে।
ভিটিকান্দি ইউপি চেয়ারম্যান বাবুল আহম্মেদ বলেন, মানিককান্দি গ্রামের হালিম মিয়ার বাড়িতে আগুন লেগেছে রাতেই আমি খবর পেয়ে, ইউএনও স্যারকে জানিয়েছি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন বাবুল, চেয়ারম্যান আগুনের ঘটনা জানিয়েছেন, আমি পিআইওকে ঘটনাস্থলে পাঠাচ্ছি এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সহযোগিতা করার ব্যবস্থা নিচ্ছি।